promotional_ad

৩২০ রান হলে চেজ করা যেতো: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

বড় রান তাড়ায় ইংল্যান্ডের বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। রিস টপলি টপ অর্ডারে ধস নামানোর পর লিটন দাস ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৩৬৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ২২৭ রানে। সাকিব আল হাসান মনে করেন, ৩২০ কিংবা ৩৩০ রান হলে তাড়া করা সম্ভব হতো।


ইংল্যান্ডের দেয়া পাহাড়সম লক্ষ্য টপকে জিততে হলে ওভারপ্রতি সাতের বেশি রান করতে হতো বাংলাদেশকে। ক্রিস ওকসের প্রথম ওভারে তিন চার মেরে ঠিক শুরুটাই করলেন লিটন দাস। তবে পরের ওভারেই বদলে গেল দৃশ্যপট। টপলির অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে সেকেন্ড স্লিপে থাকা জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রানে। তানজিদ আউট হওয়ার পরের বলে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।



promotional_ad

টপলির অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে থাকা লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দেন রানের খাতা খুলতে না পারা বাঁহাতি এই ব্যাটার। ১৪ রানে ২ উইকেট হারানোর পর সাকিব আল হাসানের সামনে সুযোগ ছিল প্রতিরোধ গড়ার। তবে বাংলাদেশের অধিনায়ককে সেটা করতে দিলেন না সেই টপলিই। বাঁহাতি এই পেসারের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৯ বলে ১ রান করা সাকিব।


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

ওকসের বলে চার মেরে রানের খাতা খুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তাকে ইনিংস বড় করতে দেননি ওকসই। ডানহাতি এই পেসারের সামনের পায়ে ভর করে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে থাকা জস বাটলারকে ক্যাচ দিয়েছেন তিনি। তাতে ৪৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের জয়ের স্বপ্ন ক্রমশই দুঃস্বপ্নে পরিণত হতে থাকে। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা যে সম্ভব নয় সেটাই মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘শুরুতে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। আমরা দশ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিলাম। আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।’



ধর্মশালার উইকেট থেকে ব্যাটারদের মতো সুবিধা পেয়ে থাকেন পেসাররা। গত রাতে বৃষ্টি হওয়ায় উইকেট থেকে আরও বেশি সুবিধা পাবেন এমন ধারণা ছিল সাকিবদের। যদিও সেটা পরবর্তীতে খানিকটা ভুলই প্রমাণিত হয়েছে। তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি। সাকিব জানান, ইংল্যান্ড এমন একটি দল যাদের সুযোগ দিলে তারা আপনার ওপর চেপে বসবে।


সাকিব বলেন, ‘টস জিতেছিলাম, এটা ভালো ব্যাপার ছিল। আজকের আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো। আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ড এমন একটা দল, যাদের একটু সুযোগ দিলেই আপনার ওপর চেপে বসবে। যদিও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball