promotional_ad

বিপিএলের অভিজ্ঞতা কাজে এসেছে মালানের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নতুন বলে দায়িত্ব সামলে পাওয়ার প্লেতে ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন ডেভিড মালান-জনি বেয়ারস্টো। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বেয়ারস্টো ফিরে গেলেও মালান তুলে নেন সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছে এই ওপেনার অবশ্য থামেননি, ১৪০ রানের ইনিংস খেলে ইংলিশদের বড় স্কোরের ভিত গড়ে দিয়েছেন।


এক পর্যায়ে মনে হচ্ছিল স্কোরবোর্ডে ৪০০ রান তুলবে ইংল্যান্ড। তবে ডেথ ওভারে বাংলাদেশী বোলারদের চেষ্টায় তা হয়ে ওঠা হয়নি। তারপর ৩৬৪ রান স্কোরবোর্ডে তোলা ইংল্যান্ড বাংলাদেশকে গুটিয়ে দেয় আড়াইশোর নিচে। ১৪০ রানের বড় জয় নিয়ে চলতি আসরে প্রথম জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।


ইংল্যান্ডের এই জয়ে নায়ক মালান অবশ্য বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার টোটকা পেয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। বাংলাদেশের কন্ডিশনে টানা খেলার অভিজ্ঞতা তার চলতি বিশ্বকাপে কাজে আসছে বলে জানিয়েছেন। এ ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে তার ধারণা আছে বলেই সফল হয়েছেন তিনি।



promotional_ad

সংবাদ সম্মেলনে বিপিএল খেলার প্রসঙ্গে মালান বলেন 'আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কয়েকটি আসরে খেলেছি। বিভিন্ন কন্ডিশনে তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে, চট্টগ্রামে ভালো উইকেটে খেলেছি...ঢাকার উইকেটেও খেলার অভিজ্ঞতা ছিল।'


'একেক জায়গায় খেললে আপনি প্রতিপক্ষ সম্পর্কে ধারণা রাখতে সক্ষম হবেন। বছরের শুরুতে ঢাকায় একটা শতক হাঁকিয়েছিলাম, এই ধরণের কন্ডিশনে আমার সেরা ইনিংস এটি। একই প্রতিপক্ষের বিপক্ষে বেশি খেলতে তারা যেমন আপনার সম্পর্কে জানবে, পরিকল্পনা করবে, আপনিও ভালো খেলার সুযোগে মুখিয়ে থাকবেন কারণ আপনি জানবেন তারা কি করতে সক্ষম।'


এদিন টসে জিতে শুরুতে বোলিং নেয় বাংলাদেশ। সাকিব আল হাসানের এই সিদ্ধান্তকে অবশ্য ভুলভাবে দেখছেন না মালান। ইংল্যান্ডও টস জিতে বোলিংই নিত বলে নিশ্চিত করেছেন তিনি। গেল রাতে হওয়া বৃষ্টিকে টস জিতে বোলিং নেয়ার বড় কারণ হিসেবে মানছেন এই ম্যাচ সেরা।


মালান আরও বলেন, 'না আমার মনে হয় না ওরা উইকেট বুঝতে ভুল করেছিল। আমরাও আগে বোলিংই করতাম। গতদিন বৃষ্টি হয়েছিল, আমার মনে হয় এটাই দুই অধিনায়ককে ধারণা দিয়েছে যে টস জিতে বোলিং নেয়ার। ভারতে দিনের খেলায় আমার মনে হয় সবাই এটা ভেবেই নেয় যে উইকেটটা একটু স্লো থাকবে।'



'আজ ডিউ ছিল না, দিনের খেলায় এটা বড় ভুমিকা রাখে টসে সিদ্ধান্ত নিতে। কিন্তু উইকেট ধীরে ধীরে স্লো হতে শুরু করলেও আমরা জুটি গড়তে সক্ষম ছিলাম। তারা শুরুর দিকে উইকেট তুলে নিলে হয়তো পুরো বিষয়টাই ভিন্ন হত' আরও যোগ করেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball