promotional_ad

সাকিব-তাসকিনদের নিয়ে গড়া বাংলা টাইগার্সের চূড়ান্ত স্কোয়াড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টেন লিগের সবশেষ আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। ড্রাফটের আগে আইকন ক্রিকেটার হিসেবে রিটেইন করে তারা। এবার ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে আরও এক বাংলাদেশিকে। বাংলা টাইগার্সের জার্সিতে খেলতে দেখা যাবে ডানহাতি তারকা পেসার তাসকিন আহমেদকে। ফলে সাকিবের সঙ্গে একই দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে।


সাকিব ও তাসকিন ছাড়া টি-টেনে খেলতে দেখা যাবে আরও এক বাংলাদেশি ক্রিকেটারকে। নর্দান ওয়ারিয়র্সের হয়ে এবারের মৌসুমে খেলবেন অলরাউন্ডার জিয়াউর রহমান। জাতীয় দলের হয়ে খেললেও লম্বা সময় ধরেই রাডারের বাইরে আছেন তিনি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেখা যায় নিয়মিতই। 



promotional_ad

বাংলাদেশের তিন ক্রিকেটার থাকলেও ড্রাফটে না দিয়ে দল পাননি তামিম ইকবাল ও লিটন দাস। তাদের দুজনকে দলের আগ্রহ দেখায়নি কেউই। এদিকে এবারের মৌসুমে বাংলা টাইগার্সের নেতৃত্ব দিতে দেখা যাবে সাকিবকে। ড্রাফটের আগে তারা বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে। 


যেখানে পাকিস্তানের ইফতিখার আহমেদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা, অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস, পাকিস্তানের আজম খান এবং সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তফা। এরপর ড্রাফট থেকে নিজেদের ইচ্ছে মতো ক্রিকেটার বাছাই করে দল সাজিয়েছে বাংলা টাইগার্স।


সেই তালিকায় শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডমিনিক ড্রেকস, ইংল্যান্ডের রিস টপলি, পাকিস্তানের সায়েম আইয়ুব, সংযুক্ত আরব আমিরাতের মাতিউল্লাহ খান, হায়দার আলি, আব্দুল গাফফার, ইংল্যান্ডের অমর্ত্য কৌল, সাউথ আফ্রিকার রাসি ভ্যান ডার ডাসেন, বাংলাদেশের তাসকিন ও ভারতের রবিন উথাপ্পা। 



বাংলা টাইগার্সের স্কোয়াড- সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, ইফতিখার আহমেদ, কার্লোস ব্রাথওয়েট, ড্যানিয়েল স্যামস, আজম খান, রোহান মুস্তফা, কুশল মেন্ডিস, ডমিনিক ড্রেকস, রিস টপলি, সায়েম আইয়ুব, মাতিউল্লাহ খান, হায়দার আলি, আব্দুল গাফফার, অমর্ত্য কৌল, রাসি ভ্যান ডার ডাসেন এবং রবিন উথাপ্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball