promotional_ad

‘ইংল্যান্ডকে হারিয়ে আবারও অঘটন ঘটাতে পারে বাংলাদেশ’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুশফিক-মাহমুদউল্লাহর সমালোচনায় ওয়াসিম জাফর

২৫ ফেব্রুয়ারি ২৫
মুশফিকুর রহিম, ওয়াসিম জাফর ও মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশের ম্যাচের দুদিন আগে লিয়াম লিভিংস্টোন হুংকার দিয়ে জানিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে তারা আরও আক্রমণাত্বক হয়ে উঠবেন। জস বাটলার খানিকটা সম্মান জানালেও অকপটে স্বীকার করছেন বাংলাদেশকে হুমকি হিসেবে দেখার কিছু নেই। ইংল্যান্ড ডে বাংলাদেশকে খুব বেশি পাত্তা দিচ্ছে না সেটা তাদের কথায় স্পষ্ট।


যদিও বিশ্বকাপের পরিসংখ্যান বলছে একবারে ভিন্ন কথা। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। যেখানে সমান দুবার করে জিতেছে তারা। সবশেষ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারলেও এর আগের দুই আসরে জয় পেয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে তো বাংলাদেশের কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই যেতে পারেনি।


বিশ্বকাপে আরও একবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। ১০ অক্টোবর ধর্মশালাতে হবে দুই দলের লড়াই। প্রথম ম্যাচে বড় পরাজয়ে ইংল্যান্ড যেখানে চাপে সেখানে আফগানিস্তানকে হারিয়ে স্বস্তিতে বাংলাদেশ। ধর্মশালায় ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ, এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি ওয়াসিম জাফর। ভারতের সাবেক এই ব্যাটার বরং মনে করেন, বাংলাদেশ আবারও ইংল্যান্ডকে আপসেট করে দিতে পারে।



promotional_ad

ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে ওয়াসিম বলেন, ‘তাদেরকে (বাংলাদেশ) এখন শুধু বেসিক কাজগুলো করতে হবে। আমার মনে হয় তারা এমন একটা দল যারা কিনা ইংল্যান্ডকে আবারও আপসেট করে দিতে পারে। এটা তারা আগেও করেছে। আপনি আসলে বলতে পারবেন না কি হবে।’


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

তামিম ইকবাল না থাকায় বাংলাদেশের ওপেনিংয়ে খানিকটা অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। এবারের বিশ্বকাপে ওপেনিংয়ে দেখা যাচ্ছে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসকে। প্রস্তুতি ম্যাচে ভালো করলেও আফগানদের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তারা। এদিকে লম্বা সময় ধরে ছন্দে নেই লিটন।


ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে বাংলাদেশের ব্যাটারদের রান করার বিকল্প নেই। বাটলারদের হারাতে বাংলাদেশের টপ অর্ডার বিশেষ করে ওপেনারদের জ্বলে উঠতে বলছেন ওয়াসিম। তিনি বলেন, ‘তাদের টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে, বিশেষ করে ওপেনারদের। সবমিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের মিলে তারা ভালো দল।’


কদিন আগে ঘরের মাঠে সিরিজ জিতলেও এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। রশিদ খানদের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছে বলে জানান ওয়াসিম। যদিও আফগানিস্তানের ভুলই বেশি দেখছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ যে একেবারে খারাপ করেনি সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।



এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘আমার মনে হয় আফগানিস্তানের বিপক্ষে তারা (বাংলাদেশ) ভালো খেলেছে। যদিও আফগানিস্তান কিছু ভুল করেছিল। তবে বাংলাদেশ বেশিরভাগ জায়গাতেই ভালো করেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball