promotional_ad

স্যান্টনারের স্পিনে বিধ্বস্ত নেদারল্যান্ডস, কিউইদের দুইয়ে দুই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

মিচেল স্যান্টনারের স্পিনে বিধ্বস্ত হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে হেরেছে নেদারল্যান্ডস। কিউইদের দেয়া ৩২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কলিন অ্যাকারম্যান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। এই ডাচ ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৭৩ বলে ৬৯ রানের ইনিংস। 


এ ছাড়া স্কট এডওয়ার্ডস করেন ২৭ বলে ৩০ রান। বাকি ব্যাটারদের কেউ ৩০ এর কোটা পূরণ করতে পারেননি। স্যান্টনার একাই নিয়েছেন ৫ উইকেট। ম্যাট হ্যানরি নিয়েছেন ২টি উইকেট। রাচিন রবীন্দ্র ঝুলিতে গেছে ১ উইকেট। এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান জোরালো করল কিউইরা।


promotional_ad

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো চেপে ধরলেন আরিয়ান দত্ত ও রায়ান কেইন। দুই প্রান্ত থেকে আঁটসাঁট বোলিংয়ে ডেভন কনওয়ে এবং উইল ইয়াংকে জায়গা বানিয়ে খেলার সুযোগই দেননি। তাতে করে প্রথম তিন ওভারে কোন রানই করতে পারেনি নিউজিল্যান্ডের দুই ওপেনার। ইনিংসের ১৯তম ডেলিভারিতে রানের খাতা খোলে কিউইরা।


এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ব্ল্যাকক্যাপসদের। সময়ের যত বাড়তে থাকে কনওয়ে এবং ইয়াং ততই হাত খুলে খেলতে শুরু করেন। প্রথম তিন ওভার মেইডেন দেয়া নিউজিল্যান্ড পাওয়ার প্লের পরের সাত ওভারে বিনা উইকেটে তুলেছে ৬৩ রান। খানিকটা দেখেশুনেই খেলছিলেন কনওয়ে। তবে তাকে ইনিংস বড় করতে দেননি রুওলফ ভ্যান ডার মারউইয়ে।


লং অনের উপর দিয়ে খেলতে গিয়ে বাস ডি লিডের হাতে ক্যাচ দিয়েছেন কনওয়ে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বাঁহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন ৩২ রানে। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন ইয়াং ও রাচিন রবীন্দ্র। তারা দুজনে মিলে যোগ করেন ৭৭ রান। মাঝে ৫৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন ইয়াং। সেঞ্চুরির পথেই হাঁটছিলেন ডানহাতি এই ওপেনার।


যদিও তাকে সেঞ্চুরি করতে দেননি পল ভ্যান ম্যাকেরিন। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ৭০ রানে ফিরে গেছেন ইয়াং। হাফ সেঞ্চুরি পাওয়া রাচিনও টিকতে পারেননি বেশিক্ষণ। ভ্যান ডার মারউইয়ের বলে স্কট এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫১ রানের ইনিংস খেলে।


এদিকে মিচেল আউট হয়ে ফিরেছেন হাফ সেঞ্চুরি পাওয়ার আগেই। ভ্যান ম্যাকেরিনের বলে বোল্ড হয়ে সাজঘরের পথে হাঁটতে হয় ৪৮ রান করা মিচেলকে। শেষ দিকে লাথামের ৫৩ এবং স্যান্টনারের ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে ৩২২ রান তোলে কিউইরা। নেদারল্যান্ডসের হয়ে দুটি করে উইকেট নেন আরিয়ান, ভ্যান ম্যাকেরিন এবং ভ্যান ডার মারউইয়ে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball