ধর্মশালার আউটফিল্ড নিয়ে দুই মেরুতে বাংলাদেশ-ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১২ মার্চ ২৫
বিশ্বকাপে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে 'আউটফিল্ড' সন্তোষজনক ছিল না। যার কারণে আলোচনায় ছিল ধর্মশালার আউটফিল্ড। আগামীকাল বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচও হবে ধর্মশালায়। ইতোমধ্যেই আউটফিল্ড নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে যাওয়া স্পিন কোচ রঙ্গনা হেরাথ অবশ্য 'আউটফিল্ড' নিয়ে অসন্তুষ্ট নন। তবে আন্তর্জাতিক মান বজায় রাখার পক্ষে তিনি।
বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচে দুই দলের ফিল্ডাররাই আউটফিল্ডের কারণে ভুগতে থাকে। বাউন্ডারিতে বল ধরতে গিয়ে দুই আফগান ক্রিকেটার মুজিব উর রহমান এবং আজমতউল্লাহ ওমরজাই ঝুঁকিপূর্ণভাবে মাটিতে পড়েন।
আরেকটু বেসামাল হয়ে পড়লে ইনজুরিতেও পড়তে পারতেন এই দুই ক্রিকেটার। এ কারণে ইংল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন আফগানিস্তানের ইংলিশ হেড কোচ ট্রটও। ইংলিশ অধিনায়ক বাটলারও আছেন দুশ্চিন্তায়।

বাটলার বলেন, ‘আউটফিল্ড নিয়ে উদ্বেগ আছে। আমার মতে, এটি বাজে। এজন্য আমরা কথা বলেছি। মাঠে ডাইভ দিতে সতর্ক থাকতে হবে, ফিল্ডিংয়ে বাড়তি নজর দিতে হবে। দলগত লড়াইয়ে আমরা সব সময়ই চাইবো ডাইভ দিয়ে এক রান বাঁচাতে। কিন্তু এখানকার আউটফিল্ড ডাইভ দেওয়ার জন্য আদর্শ নয় মোটেও।’
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
১৫ মার্চ ২৫
‘এখন অজুহাত দেওয়ার কিছু নেই। আমাদেরকে মানিয়ে নিতে হবে। স্বভাবতই আপনি ফিল্ডিংয়ে নিজের সেরাটা উজার করে দিতে চাইবেন, ডাইভ দিয়ে রান বাঁচাতে চাইবেন। সত্যি বলতে এটা মাঠে সবাই করতে চায়। এজন্য মাঠ দুই দলের জন্যই সমান থাকবে। আশা করছি দুই দলের কেউই অপ্রত্যাশিত ইনজুরিতে পড়বে না। ’
এদিকে বিশ্বকাপকে যথার্থ করে তুলতে আইসিসির নিবেদন মন ছুঁয়েছে হেরাথের। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের আউটফিল্ড পছন্দ হয়নি তারও। যদিও আইসিসি মান বজায় রাখবে, এমনটাই বিশ্বাস শ্রীলঙ্কান এই কিংবদন্তির।
হেরাথ বলেন, 'আইসিসি অনেক কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় তারা তাদের মান ধরে রাখার জন্য কাজ করেছে। তারা দেখেই নিশ্চয়ই ওয়ানডে ম্যাচের জন্য অনুমতি দিয়েছে। সে হিসেবে আমি খুশি।'
'শুরু থেকে এমন আউটফিল্ড দেখিনি কোথাও। বৃষ্টির পর কখনও কখনও আউটফিল্ড এমন হয়ে যায়। মাঠ যদি আন্তর্জাতিক মানের থাকে, কেন এটা নিয়ে অভিযোগ করব? আমি তাই সেই পর্যায়ে ভাবছি না। আন্তর্জাতিক ক্রিকেট খেলা গেলেই হলো।'