নিজের উইকেটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক ভারতের বিপক্ষে বাজে হারের শিকার অস্ট্রেলিয়া। লম্বা ব্যাটিং অর্ডার নিয়েও মাত্র ১৯৯ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। এদিন ব্যাট হাতে অজিদের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন স্টিভেন স্মিথ। তবে রবীন্দ্র জাদেজার বলে এই ব্যাটার আউট হয়ে ফিরলে অজিদের রানের চাকায় ভাটা পরে। ফলে দুইশ ছোঁয়ার আগেই গুটিয়ে পরে তাদের ইনিংস। নিজের উইকেটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন টপ অর্ডার এই ব্যাটার।
ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ৫ রানেই তারা ওপেনার মিচেল মার্শের উইকেট হারায়। এরপর ডেভিড ওয়ার্নারকে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস বাড়ান স্মিথ। কিন্ত দলীয় ৭৪ রানে ৪১ রান করেই সাজঘরে ফেরেন ওয়ার্নার। তবে দেখেশুনে খেলতে থাকা স্মিথের ব্যাটে করেই শত রান পূরণ করে অজিরা।

ম্যাচে পেসারদের বিপক্ষে বেশ ভালোই করছিলেন স্মিথ। ইনিংস জুড়ে পেসারদের বিপক্ষে পাঁচটি চারের মাধ্যমে ৭০ বলে ৪৬ রান তুলেছিলেন তিনি। তবে ইনিংসের ২৮ তম ওভারে জাদেজার প্রথম বলে লাইন মিস করে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার। এরপর বাকিরা ব্যাটাররা মিলেও অজিদের স্কোরবোর্ডে বড় পুঁজি দাঁড় করাতে পারেনি। ফলে ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে প্রশ্ন করা হলে স্মিথ নিজের উইকেটের দিকেই ইঙ্গিত করেন।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
স্মিথ বলেন, 'হ্যাঁ, সম্ভবত (আমার উইকেটটাই টার্নিং পয়েন্ট ছিল)। দেখুন আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি কখনই আউট হতে চাইবেন না। আমরা ইনিংসকে একটু বড় করার চেষ্টা করছিলাম এবং অবশ্যই উইকেটটা বেশ চ্যালেঞ্জিং ছিলো। শুধু তাই নয় যারাই ব্যাটিং করতে আসছিল তাদের জন্যেও এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল... আমরা শুধু ইনিংসকে একটু বড় করার চেষ্টা করছিলাম।'
'কিন্ত আমার মতে দুর্ভাগ্যবশত আমি জাদেজার কাছ থেকে একটি ভালো বোলিং পেয়েছি। (একটা সময়) মনে হচ্ছিল আমি টেস্ট খেলায় ফিরে এসেছি। কিন্ত একটানা সেই উইকেটগুলো (মিডল অর্ডারের উইকেট) হারানোর জন্যই মনে হয় আমরা (স্কোরবোর্ডে) ২৫০ তুলতে পারিনি।'
উইকেট বেশ চ্যালেঞ্জিং থাকার পরেও বেশ ভালো ছন্দেই ছিলেন স্মিথ। এদিন পেসারদের বিপক্ষে বেশ কয়েকটি দারুণ ড্রাইভ খেলেছেন তিনি। স্মিথ জানান উইকেটে বেশ ভালো অনুভব করছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত জাদেজার সেই তার ইনিংসটি বড় করতে দেয়নি। ম্যাচ শেষে নিজের ব্যটিং নিয়েও কথা বলেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।
স্মিথ আরও বলেন, ‘আমি ভাবছিলাম বেশ ভালো খেলছি। এটা এমন একটি উইকেট ছিল না যেখানে আপনি (উইকেটে) এসে ভালো ভালো স্ট্রাইক রেট রেখে খেলতে পারবেন। তবে আমাদের এর মধ্য দিয়ে নিজেদের কাজটা করতে হতো এবং এটা বেশ চ্যালেঞ্জিং। আমার মতে ভালো স্পিন হলেও আমি ফাস্ট বোলারদের সুন্দরভাবে খেলছিলাম এবং চমৎকার কিছু ড্রাইভ করেছিলাম। ফলে আমি বেশ ভালো অনুভব করেছিলাম কিন্ত দুর্ভাগ্যবশত ইনিংসটি বড় করতে পারিনি।'