promotional_ad

ক্যাচ মিস নয়, আরও ৫০ রানের আক্ষেপ কামিন্সের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স

২৫ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স, ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ২ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত। ২০ রানের মধ্যে বিরাট কোহলির উইকেটও হারাতে পারত দলটি। যদিও ক্যাচ হাতছাড়া করে কোহলিকে জীবন দেন মিচেল মার্শ। এই ক্যাচ মিসের আক্ষেপ অবশ্য নেই প্যাট কামিন্সের। দলগতভাবে আরও ৫০ রান না করার আফসোসে পুড়ছেন তিনি।


রান তাড়ার সময় অষ্টম ওভারে জস হ্যাজলউডের শর্ট বলে স্কয়ার লেগ দিয়ে পুল করার চেষ্টা করেন কোহলি। তখন বল ব্যাটের ওপরের অংশে লেগে আকাশে উঠে গেলে ক্যাচ ধরতে দুই দিক থেকে দৌড়ে আসেন মার্শ এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। শেষ মুহূর্তে ক্যারি বল পর্যন্ত পৌঁছাতেই পারেননি।



promotional_ad

ওদিকে মার্শও মনোযোগ হারান ক্যাচ লুফে নিতে। আর তাই বলটি মার্শের হাত গলে নিচে পড়ে যায়। সে সময় ক্যাচটি ধরতে পারলে ম্যাচের পরিস্থিতি পুরোপুরি অস্ট্রেলিয়ার দিকে চলে যেতে পারত। কেননা ১২ রানে জীবন পেয়ে ৮৫ রানের ইনিংস খেলে ফেলেন কোহলি।


আরো পড়ুন

অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

১৩ মার্চ ২৫
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

রাহুলের সঙ্গে উপহার দেন ম্যাচের মোড় পাল্টে দেওয়া ১৬৫ রানের জুটি। কোহলির সঙ্গে রাহুলের অপরাজিত ৯৭ রানে ভারত ছয় উইকেটে জিতে যায় আরও ৫২ বল হাতে রেখে।


ম্যাচ শেষে কামিন্স বলেন, 'অন্তত ৫০ রান কম হয়ে গেছে। ২০০ রানের নিচে যে কোনো স্কোরকে ডিফেন্ড করা কঠিন। তাদের সত্যিই ভালো বোলিং আক্রমণ ছিল এবং তাদের স্পিনাররা আমাদের কাজটা কঠিন করে তুলেছিল। আমি তেমন অখুশি ছিলাম না (একাদশে দুজন স্পিনার নিয়ে), আমাদের ২০ ওভারের স্পিন ছিল, কিন্তু বোর্ডে আরও কিছু রান থাকলে পার্থক্য হয়ে যেত।'



'আমি ইতিমধ্যে এটি (ক্যাচ হাতছাড়া) ভুলে গেছি, এমনটা হয়েই থাকে, ১০ রানে ৪ উইকেট স্বপ্নের শুরু হতে পারত...৯টি ম্যাচের মধ্যে মাত্র একটি হলো, চিন্তা করার মতো খুব বেশি কিছু নেই। তবে এমন কিছু জায়গা আছে, যেখানে আমাদের আরও ভালো করতে হবে।'


এর আগে স্টিভ স্মিথের ৪৬ এবং ডেভিড ওয়ার্নারের ৪১ রানের সুবাদে ৪৯.৩ ওভারে ১৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে মাত্র ২৮ রান খরচায় তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং কুলদিপ যাদব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball