promotional_ad

টস হারকেই আশীর্বাদ বলছেন বাভুমা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন

১০ ফেব্রুয়ারি ২৫
টেম্বা বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন, ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে ৭৫৪ রানের ম্যাচ জয়ের পর টসকেই আশীর্বাদ মানছেন টেম্বা বাভুমা। সাউথ আফ্রিকার অধিনায়ক এই ম্যাচে টস না জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পান। এই উইকেটে আগে বোলিং নিতে চেয়েছিলেন তিনিও। আর তাই টস হারকে আশীর্বাদ বলছেন তিনি।


আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাউথ আফ্রিকা করে পাঁচ উকেতে ৪২৮ রান। সেঞ্চুরি করেন দলটির তিন ব্যাটার কুইন্টন ডি কক, র‍্যাসি ভ্যান ডার ডাসেন এবং এইডেন মার্করাম। এই তিন জনের সেঞ্চুরিতে ধরা ছোঁয়ার বাইরে যায় প্রোটিয়ারা।



promotional_ad

লক্ষ্য তাড়া করতে নেমে আশা জাগিয়েও তেমন কিছু করতে পারেনি শ্রীলঙ্কা। ৪৪.৫ ওভারে ৩২৬ রানে অলআউট হয় দলটি। এতো বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে সেঞ্চুরি করতে পারেননি দলটির কোনো ব্যাটার।


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

ম্যাচ শেষে বাভুমা বলেন, 'আমি খুশি। আমরা জিততে চেয়েছিলাম এবং আমরা জিতেছি। ব্যাটার হিসেবে বলব, আমাদের কোনও ভুল ছিল না। বল হাতে আমরা পরিষ্কার একটি পারফরম্যান্স চেয়েছিলাম, সেটা পাইনি। তবে সবাই যার যার মতো করে ভালো বোলিং করেছে। টস হেরে গেছি, এটায় সম্ভবত আশীর্বাদ হয়ে এসেছে। বল সহজেই ব্যাটে এসেছে।'


'কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই আজকে উদ্দেশ্য ছিল। আমাদের মনে হয়েছে উইকেটে পরিবর্তন আসবে। তবে আসেনি। আমাদের সম্ভবত একজন স্পিনারের কমতি ছিল। আরও কিছু ভুল ছিল যেগুলো আমাদের ঠিক করে নিতে হবে।'



বিশ্বকাপে আগামী ১২ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে সাউথ আফ্রিকা। লক্ষ্ণৌতে অনুষ্ঠেয় ম্যাচটিতে দলটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা মাঠে নামবে ১০ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball