টস হারকেই আশীর্বাদ বলছেন বাভুমা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন
১০ ফেব্রুয়ারি ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে ৭৫৪ রানের ম্যাচ জয়ের পর টসকেই আশীর্বাদ মানছেন টেম্বা বাভুমা। সাউথ আফ্রিকার অধিনায়ক এই ম্যাচে টস না জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পান। এই উইকেটে আগে বোলিং নিতে চেয়েছিলেন তিনিও। আর তাই টস হারকে আশীর্বাদ বলছেন তিনি।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাউথ আফ্রিকা করে পাঁচ উকেতে ৪২৮ রান। সেঞ্চুরি করেন দলটির তিন ব্যাটার কুইন্টন ডি কক, র্যাসি ভ্যান ডার ডাসেন এবং এইডেন মার্করাম। এই তিন জনের সেঞ্চুরিতে ধরা ছোঁয়ার বাইরে যায় প্রোটিয়ারা।

লক্ষ্য তাড়া করতে নেমে আশা জাগিয়েও তেমন কিছু করতে পারেনি শ্রীলঙ্কা। ৪৪.৫ ওভারে ৩২৬ রানে অলআউট হয় দলটি। এতো বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে সেঞ্চুরি করতে পারেননি দলটির কোনো ব্যাটার।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
ম্যাচ শেষে বাভুমা বলেন, 'আমি খুশি। আমরা জিততে চেয়েছিলাম এবং আমরা জিতেছি। ব্যাটার হিসেবে বলব, আমাদের কোনও ভুল ছিল না। বল হাতে আমরা পরিষ্কার একটি পারফরম্যান্স চেয়েছিলাম, সেটা পাইনি। তবে সবাই যার যার মতো করে ভালো বোলিং করেছে। টস হেরে গেছি, এটায় সম্ভবত আশীর্বাদ হয়ে এসেছে। বল সহজেই ব্যাটে এসেছে।'
'কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই আজকে উদ্দেশ্য ছিল। আমাদের মনে হয়েছে উইকেটে পরিবর্তন আসবে। তবে আসেনি। আমাদের সম্ভবত একজন স্পিনারের কমতি ছিল। আরও কিছু ভুল ছিল যেগুলো আমাদের ঠিক করে নিতে হবে।'
বিশ্বকাপে আগামী ১২ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে সাউথ আফ্রিকা। লক্ষ্ণৌতে অনুষ্ঠেয় ম্যাচটিতে দলটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা মাঠে নামবে ১০ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান।