promotional_ad

‘অদ্ভুত’ নিয়মে ব্যাটিং না করেই স্বর্ণ জিতল ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

২৩ ঘন্টা আগে
ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার

প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়েই স্বর্ণ পদক জিতল ভারত। তবে স্বর্ণ জিততে ব্যাটিংয়েই নামতে হয়নি রুতুরাজ গায়কোয়াড়ের দলকে। মূলত তাদেরকে ব্যাটিংয়ে নামার সুযোগ দেয়নি বেরসিক বৃষ্টি। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাছাইয়ে এগিয়ে থাকায় স্বর্ণ জিতেছে ভারত। এদিকে অদ্ভুত নিয়মে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আফগানিস্তানকে।


এর আগে একই মাঠে আজ ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। ম্যাচে দল দুটো মাত্র ৫ ওভার করে খেলতে পেরেছিল। সেই বৃষ্টি আবারও বাধা হয়ে দাঁড়ায় ফাইনাল ম্যাচে। যার কারণে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর খেলা শুরু হয় এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনাল।



promotional_ad

এই ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ইনিংসের শুরু থেকেই ভারতীয় বোলারদের সামনে হোঁচট খেতে থাকেন আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটাররা। দ্বিতীয় ওভারে আফগান ওপেনার জুবাইদ আকবারি শিভাম দুবের বলে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৫ রান করে। পরের ওভারেই আর্শদ্বীপ সিংয়ের শিকার হয়েছেন আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ।ৎ


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। পরের ওভারে ১ রান করা নূর আলি জাদরান রান আউটে কাটা পড়লে মাত্র ১২ রানেই তিন উইকেট হারিয়ে বসে আফগানরা। এরপর আফসার জাজাইকে নিয়ে ৩৭ রানের জুটি গড়ে দলের হাল ধরেন শহিদুল্লাহ কামাল। দলীয় ৪৯ রানে জুটি ভাঙে তাদের দুজনের। আফসার ফিরে গেছেন ১৫ রানের ইনিংস খেলে।


পরের ওভারে করিম জানাত মাত্র ১ রান করে ফিরলে আরও বিপাকে পড়ে তারা। তবে অধিনায়ক গুলবাদিন নায়েবকে নিয়ে রানের চাকা সচল রাখেন শহিদুল্লাহ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১২ রান তোলে আফগানিস্তান। শহিদুল্লাহ ৪৩ বলে ৪৯ রান ও অধিনায়ক গুলবাদিন ২৪ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন।



বৃষ্টির না থামায় সেই ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি। ফলে নিয়ম অনুযায়ী এগিয়ে থাকায় স্বর্ণ পদক জিতে নেয় ভারত। এর আগে ২০১০ সালে প্রথম আসরে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। পরের বার ২০১৪ সালে স্বর্ণপদক পেয়েছিল শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball