promotional_ad

মিরাজ বাংলাদেশের ভবিষ্যত নেতা ও সাকিবের উত্তরসূরি: কার্তিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে বাংলাদেশের। অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়িয়ে লাল-সবুজদের জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। এই অলরাউন্ডারের ৩ উইকেট ও ৫৭ রানের ওপর ভর করে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।


শুরুর দিকে উইকেট থেকে বাড়তি সুবিধা পাননি পেসাররা। বল ভালোভাবে ব্যাটে আসায় তা কাজে লাগিয়ে ইব্রাহীম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ আফগানিস্তানকে ভালো সূচনা এনে দেন। কিন্তু বল পুরনো হওয়ার সঙ্গে মেহেদি হাসান মিরাজকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ শিবিরে চাপ সৃষ্টি করেন সাকিব।



promotional_ad

২ উইকেট হারানো আফগানিস্তান তখনও স্বপ্ন দেখছিল বড় স্কোরের। কিন্তু দুই প্রান্তে মিরাজ-সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ সামলাতে না পেরে উইকেট ছুঁড়ে দেন হাশমতউল্লাহ শাহিদী ও গুরবাজ। সে সময় থেকেই আফগানদের চেপে ধরার কাজটা ভালোভাবেই করেন বাংলাদেশের বাকি বোলাররা।


১১২ রানে ২ উইকেট থেকে ১৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। এরপর ব্যাটিংয়ে ৩ নম্বরে নেমে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন মিরাজ। তার এমন অলরাউন্ডার পারফরম্যান্স অবশ্য মনে ধরেছে দীনেশ কার্তিকের।


ক্রিকবাজের শো'তে মিরাজকে প্রশংসায় ভাসিয়ে এই অলরাউন্ডারকে সাকিবের উত্তরসূরি হিসেবে আখ্যা দেন কার্তিক। এমনকি মিরাজকে তার ভবিষ্যতের নেতাও মনে হয়েছে বলে জানান ভারতের এই ক্রিকেটার। তবে মিরাজকে দেখে রাখার জন্য বাংলাদেশ আহ্বানও জানিয়েছেন কার্তিক।



কার্তিক বলেন, 'আমার মিরাজকে ভবিষ্যতের নেতা মনে হয়। আমি আশা করছি বাংলাদেশ ওকে দেখে রাখবে। সে অফ স্পিন করে, টাইট লাইন ধরে বোলিং করে। এখন সে ব্যাটিংও ভালো করছে, পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠছে সে। সাকিব যাওয়ার পর মিরাজই হবে ওর যোগ্য উত্তরসূরি।'


আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। এই নিয়ে ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত টানা ৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশ। ৫৭ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ। ১০ অক্টোবর ধর্মশালাতেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball