সাকিবের নেতৃত্ব গুণের প্রশংসায় স্টেইন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
টস জিতে বোলিং নিলেও পেসারদের থেকে শুরুর দিকে ব্রেক থ্রু পায়নি বাংলাদেশ। এরপর উইকেটের খোঁজে নিজেকে বোলিংয়ে এনে ইব্রাহীম জাদরানকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। এরপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে নিয়মিত নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন বাংলাদেশের অধিনায়ক। সেখান থেকে চাপমুক্ত হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিতে শুরু করেন আফগানিস্তানের ব্যাটাররা।
এক পর্যায়ে ২ উইকেট হারিয়ে একশর ওপর রান ছিল আফগানিস্তানের। গুরবাজ হাফ সেঞ্চুরির পথে হাঁটলেও অপরপ্রান্তে রান বের করতে কষ্ট হচ্ছিল হাশমতউল্লাহ শাহিদীর। সেই সুযোগ কাজে লাগিয়েই আফগান দলপতিকে বিদায় করেন মিরাজ।

শাহিদীর উইকেট ছুঁড়ে দেয়া দেখে অপরপ্রান্তে রাগে ব্যাট ছুঁড়ে মারেন গুরবাজ। কিন্তু চাপমুক্ত হতে গিয়ে মুস্তাফিজুর রহমানকে তিনিও উইকেট ছুঁড়ে দেন। সেখান থেকে আফগানিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়ে বসে আফগানরা।
১১২ রানে ২ উইকেট থেকে ১৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। প্রতিপক্ষকে চেপে ধরে এবং টানা বোলারদের পরিবর্তন এনে নেতৃত্বগুনের জানান দেন সাকিব। যা চোখে পড়ে অনেকেরই। তাই তো বাংলাদেশের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন ডেল স্টেইন।
ইএসপিএন ক্রিকইনফো'তে স্টেইন সাকিবের নেতৃত্বগুণের প্রশংসা করে বলেন, 'উপমহাদেশের দলগুলোর ডিএনএ'র মধ্যে স্পিন জিনিসটা আছে। যখনই ওরা বিপদ দেখে, স্পিনার নিয়ে আসে। সাকিবও এখানে ব্যাতিক্রম কিছু করেনি। যখনই ওর মনে হয়েছে উইকেট প্রয়োজন সে স্পিনার (নিজেকে) নিয়ে এসেছে। এরপরই উইকেট পড়তে শুরু হয়। আফগানিস্তান জুটিই গড়তে পারেনি, তারা ড্রিংস ব্রেক শেষেই দ্বিতীয় উইকেট হারায়।'
'আমি গুরবাজকে দেখেছি রাগে ব্যাট ছুঁড়ে মারতে। কিন্তু পরের ওভারেই সে বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে আউট হয়। এরপর একে একে উইকেট পড়া শুরু হয়। সাকিব খুব ভালোভাবে জানে, কাকে কখন বোলিংয়ে আনতে হবে। পেসারদেরও সে সময়মত নিয়ে আসে। এরপর আবার সে স্পিনে ফিরেছে, অসাধারণ নেতৃত্বগুণ। এই টুর্নামেন্টে এমনটা হয়ে আসছে, অধিনায়ক বুঝতে পারছে কি করতে হবে। নিউজিল্যান্ড বলুন বা বাবরকে দেখুন। আজকে সাকিবও এটাই করেছে। ভালো অধিনায়কত্ব করেছে সে।'
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। এই নিয়ে ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত টানা ৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশ। ৫৭ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ। ১০ অক্টোবর ধর্মশালাতেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।