promotional_ad

‘বড় কিছু অর্জন করতে চাইলে সব পজিশনে মানিয়ে নিতে হবে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

কখনও ওপেনিংয়ে, কখনও মিডল অর্ডার আবার কখনও মেহেদি হাসান মিরাজকে ব্যাটিং করতে দেখা যায় লোয়ার অর্ডারে। ব্যাটিংয়ে যেখানে সুযোগ পাচ্ছেন সেখানেই নিজেকে মেলে ধরছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। বিভিন্ন পজিশনে ব্যাটিং করার চ্যালেঞ্জ থাকলেও মিরাজ জানান, বড় কিছু অর্জন করতে চাইলে এসব মানিয়ে নিতে হয়।


২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার সংকটে মিরাজকে মেইকশিফট ওপেনার হিসেবে কাজে লাগায় বাংলাদেশ। সেসময় ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা যায় তাকে। বছরখানেক ধরে যার ফল পেতে শুরু করেছেন মিরাজ। ওয়ানডেতে ক্রমশই নিজের ব্যাটিং সত্তার পরিচয় দিচ্ছেন ডানহাতি এই ব্যাটার। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে শেষ দিকে নেমে সেঞ্চুরি করেছিলেন।


এশিয়া কাপেও সেঞ্চুরি পেয়েছেন মিরাজ, সেটি আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যায় টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে ব্যাটিং করতে। সেখানেও শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যার ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন মিরাজ। প্রস্তুতি ম্যাচে ভালো করায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনে সুযোগ পান তিনি।



promotional_ad

শুরুর বিপর্যয় সামলে দারুণ ব্যাটিংয়ে খেলেছেন ৫৭ রানের ইনিংস। গত কয়েক মাসে একেক ম্যাচে একেক পজিশনে ব্যাটিং করার চ্যালেঞ্জ থাকলেও সেটা মানিয়ে নিয়েছেন ভালোভাবেই। মিরাজ জানালেন, বড় কিছু অর্জন করতে চাইলে যেকোন পজিশনে নিজেকে মানিয়ে নিতে হবে। সেই সঙ্গে ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার চান যেন দলের হয়ে শতভাগ দিতে পারেন।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন যে আমরা ক্রিকেট খেলোয়াড় মানিয়ে নেয়াই আমাদের গুরুত্বপূর্ণ। শুধু আমি না, আমার কাছে মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই এই পরিস্থিতিতে মানিয়ে নিয়ে এসেছে এবং বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই, আমি যে জিনিসটা মানিয়ে নেয়ার চেষ্টা করেছি সবসময় তো আট নম্বরে ব্যাটিং করেছি।’


‘আট নম্বরে তো সবসময় সুযোগ পাওয়া যায় না অনেক বড় স্কোর করা, ওইখানে বল কম থাকে। কিন্তু আমি যদি সুযোগ পাই আমি যেন আমার শতভাগ দিতে পারি সেটা যেকোন পজিশনেই হোক না কেন। এভাবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি এবং এভাবে চিন্তা করেছি কিভাবে কি করা যায়। এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ।’


স্পিনার হওয়ায় আট নম্বরের দিকে ব্যাটিং করতে হয় মিরাজকে। যদি গত এক বছরে বদলে গেছে দৃশ্যপট। লোয়ার অর্ডারের চেয়ে উপরের যেকোন পজিশনে ব্যাটিং করা ভালো বলে মনে করেন তিনি। স্পিন বোলিং এই অলরাউন্ডার মনে করিয়ে দিয়েছেন যে, তিনি ভালো করলে বাংলাদেশ দলও উপকৃত হবে।

মিরাজ বলেন, ‘বিভিন্ন পজিশনে বিভিন্ন পরিস্থিতি থাকে কিন্তু আমি বেশি কিছু চিন্তা করার চেষ্টা করি না। আমি চিন্তা করি যে যেহেতু আমাকে সুযোগ দিয়েছে আমি চেষ্টা করব কাজে লাগানোর। আপনি দেখেন আট নম্বরের চেয়ে উপরে যেকোন জায়গায় ব্যাটিং করা ভালো। আমি নিজের কাছে বিশ্বাস করি আমি ব্যাটিং করতে পারি।’



‘দিনশেষে দলও উপকৃত হবে যদি আমি ভালো খেলতে পারি। অবশ্যই অনেক সময় সমস্যা হয় কিন্তু সমস্যাটা বেশি মাথায় নিই না। যেখানেই দিক না কেন দলের প্রয়োজনে ভালো পারফর্ম করতে হবে। দিনশেষে আমরা সবাই তো দলের জন্যই খেলি। চেষ্টা করি দলের প্রয়োজনে যেকোন পজিশনে খেলার জন্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball