সাকিবের পরামর্শেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বোলারদের কল্যাণে মাত্র ১৫৬ রানেই আফগানদের বেধে ফেলেছে টাইগাররা। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ছন্দে থাকা মেহেদী হাসান মিরাজ। এদিন বোলিংয়ে এসে কিছুটা নার্ভাস ছিলেন মিরাজ। তবে সাকিব আল হাসানের পরামর্শেই যেন আত্মবিশ্বাস ফিরে পান এই অফ স্পিনার।
টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক সাকিব। শুরুতে বেশ ভালোই চলছিল আফগানদের ব্যাটিং। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান উদ্বোধনী জুটিতেই ৪৭ রান তুলেন। সেই জুটি সাকিব ভাঙলেও ম্যাচের লাগাম ধরেছেন মিরাজ। দুর্দান্ত বোলিং করে ৯ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন উইকেট পেয়ে বেশ খুশি ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে এর কৃতিত্বটা টাইগার অধিনায়ককেও দিয়েছেন মিরাজ। কারণ সাকিব বলেছিলেন ভালো জায়গায় বল করতে পারলে নিজের সেরাটা দিতে পারবেন তিনি।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
মিরাজ বলেন, 'আমি সত্যিই খুশি এই তিন উইকেট পেয়ে। তবে প্রথম ওভারে আমি কিছুটা নার্ভাস ছিলাম। অধিনায়ক (সাকিব) আমাকে বলেছেন যে যদি ভালো জায়গায় বল করি তাহলে ভালো করতে পারবো। আমার মতে উইকেটটা কিছুটা কঠিন ছিল। বল কখনো সোজা আবার কখনো টার্ন করছিল। তাই আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার।'
অবশ্য এদিন অন্য বোলারদের কাজটা সহজ করে দিয়েছিলেন অধিনায়ক সাকিব। দলের পেসাররা যখন আফগানদের ওপেনিং জুটিই ভাঙতে পারছিলেন না তখন বোলিংয়ে এসে ইব্রাহীম জাদরানকে আউট করেন তিনি। এরপর আরও দুই উইকেট নিয়েছেন সাকিব। বোলিং শেষ করেছেন ৩০ রানে ৩ উইকেট নিয়ে। মিরাজ মনে করেন সাকিব দ্রুত উইকেট নেয়াতে আফগানদের চেপে ধরার সুযোগ পেয়েছিল টাইগাররা।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, 'এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ (ম্যাচ) তাড়াতাড়ি শেষ করার। কিন্তু আমাদের জন্য এটা জেতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাকিব ভাই তাড়াতাড়ি উইকেট পেয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন, এটা আমাদের জন্য দারুণ মুহূর্ত কারণ অধিনায়ক সামনে থেকে (দলকে) নেতৃত্ব দিচ্ছেন।