সেমি ফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
২০১৯ বিশ্বকাপটি ভালো যায়নি বাংলাদেশ দলের। সেই বিশ্ব আসরে বাংলাদেশের প্রাপ্তি ছিল মাত্র তিনটি জয়। যদিও সেই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ছিল বড় স্বপ্ন। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ তথা পঞ্চপাণ্ডবের এক সঙ্গে শেষ বিশ্বকাপ ছিল সেটি।
যদিও সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। ৪ বছর পর আরেকটি বিশ্বকাপ। মাশরাফি জাতীয় দলের বাইরে অনেকদিন। বিশ্বকাপের আগে অনেক নাটকীয়তার পর তামিমও বিশ্বকাপ দলে নেই। সাকিব-মুশফিক-রিয়াদরা কী করতে পারবেন এই বিশ্বকাপে সেটাই দেখার বিষয়।
তামিম বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার লিটন দাস সেরা ফর্মে নেই। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বাংলাদেশকে স্বস্তি দিতে পারে নাজমুল হোসেন শান্তর ফর্ম। সেই সঙ্গে সব্যসাচী মিরাজে বাংলাদেশের প্রত্যাশা ডানা মেলে চলেছে অনেকদূর।

প্রত্যাশা আর প্রাপ্তির খাতা না হয় বিশ্বকাপের পরেই মিলিয়ে দেখা যাবে। তবে সাম্প্রতিক ফর্ম বাংলাদেশকে স্বস্তি দিচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ দল। এশিয়া কাপে দ্বিতীয় পর্বে গেলেও ফাইনালে না যেতে পারা আক্ষেপের কারণ হয়েছে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে।
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৭ মার্চ ২৫
আফগানদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়ে দিয়েছেন এই বিশ্ব আসরে বাংলাদেশের লক্ষ্যের কথা। সেমি ফাইনালে যেতে পারলেই খুশি থাকবেন টাইগার কোচ। তবে সেই লক্ষ্য পাড়ি দিতে হলে ৪-৫টি ম্যাচে জিততে হবে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন হাথুরুসিংহে।
তিনি বলেছেন, 'আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে বাস্তব সম্ভাবনার কথা যদি বলেন, আমরা যদি ৪-৫টি ম্যাচ জিততে পারি, তাহলে বিশ্বকাপের নক আউট পর্ব বা সেমি-ফাইনাল পর্যায়ে যাওয়ার ভালো সুযোগ নিজেদেরকে দিতে পারব। আমার মনে হয়, সেটি করার মতো যথেষ্টই ভালো দল আমরা। সেমি-ফাইনাল পর্যায়ে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য।'
এরপর নিজের এই কথাটাই দার্শনিকভাবে ব্যাখ্যা দিয়ে হাথুরুসিংহে বলেছেন, লোকে স্বপ্ন দেখে। লোকে লক্ষ্য স্থির করে—যে শব্দই ব্যবহার করুন না কেন, ব্যাপারটা আসলে একই। আমরা বিশ্বকাপে ভালো খেলতে চাই এবং ম্যাচ জিততে চাই। আমার লক্ষ্য এটাই। যেটা এইমাত্র তাকে (সাংবাদিক) বললাম, লক্ষ্য হলো সেমিফাইনালে ওঠা। এটাকে আপনি স্বপ্ন কিংবা লক্ষ্য, যা খুশি বলতে পারেন।’
এবারের বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যত স্বপ্ন আছে এর ভূমিকায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটির তাৎপর্য অনেক। বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে এর কিছুটা হলেও নির্ভর করছে এই ম্যাচের ওপর। বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। সেই ইতিহাস বদলানোরও দারুণ এক সুযোগ সাকিব আল হাসানের দলের সামনে।