promotional_ad

ইংল্যান্ডের সুযোগ শেষ হয়ে যায়নি: মরগান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচের হারের পর ইংল্যান্ড দলের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান মনে করেন এই ম্যাচের পর ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার সুযোগ শেষ হয়ে যায়নি।


গত কয়েক বছরে আক্রমণাত্মক ক্রিকেট খেলে টেস্টের ধারাই বদলে দিয়েছে ইংল্যান্ড। এই পদ্ধতি অনুসরণ করে বেশ সফলও হয়েছে ইংল্যান্ডের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে শুরুর ম্যাচেও এই ধারায় খেলে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। তবুও এই ধারাতেই খেলা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগান।



promotional_ad

সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, 'ড্রেসিং রুমে অনেক ঠান্ডা মাথার লোক রয়েছে তাদের মধ্যে অনেক সততাও রয়েছে। এই ছেলেদের সঙ্গে চেঞ্জিং রুম ভাগাভাগি করেছি, সেখানে অনেক মন্তব্যই করা হয়। দেখতে হবে এই মন্তব্য কেউ হালকাভাবে নিচ্ছে কিনা। সবার মধ্যেই সতর্কতার একটি বার্তা পৌঁছে দিতে হবে এবং সবাইকে একসঙ্গে একটি পরিকল্পনাই বাস্তবায়ন করতে হবে।'


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

মরগানের এখনও ???ূর্ণ বিশ্বাস আছে ইংল্যান্ড এখনও বিশ্বকাপ জিততে পারে। একটি ম্যাচ বাজে গেলেও ওয়ানডে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যেকোনো দলের ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। এ কারণেই ইংল্যান্ড দল নিয়ে এখনও প্রত্যাশা তুঙ্গে সাবেক এই অধিনায়কের।


মরগান বলেন, 'আমি ইংল্যান্ডকে পরামর্শ দিয়েছি এই টুর্নামেন্ট জেতার জন্য নিজেদের গড়ে তুলতে এবং এখনও তাদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আজকের পারফরম্যান্স আমাকে উদ্বিগ্ন করেনি আমার বিশ্বাস আছে ছেলেরা এই শিরোপা জিততে পারে। এই ফরম্যাটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি বাজে দিন টুর্নামেন্ট নষ্ট করে দেয় না। আমি এখনও বিশ্বাস করি তারা বিশ্বকাপ জিততে পারে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball