promotional_ad

কোনো তামিমকে নিয়েই ভাবছে না আফগানিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। তার বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। দুটি প্রস্তুতি ম্যাচেই এই তরুণ নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।


সবকিছু ঠিক থাকলে লিটন দাসের সঙ্গে তিনিই বাংলাদেশের ইনিংস শুরু করবেন। শনিবার এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে বাংলাদেশের কোনো তামিমকে নিয়েই ভাবছেন না বলে জানালেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। কোনো ব্যক্তি কিংবা ক্রিকেটারকে নিয়ে ভাবছেন না তারা।



promotional_ad

তিনি বলেন, ‘দেখেন, আমি এটা আগেও উল্লেখ করেছি, এমনকি মিটিংয়েও এমন প্রশ্নের উত্তর দিয়েছি, আগামীকাল আমরা বাংলাদেশের বিপক্ষে খেলব। সুতরাং তাদের প্রতিটি খেলোয়াড় নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের সব ক্রিকেটারকে নিয়েই পরিকল্পনা করেছেন তারা। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেছে আফগানিস্তান। এরপর এশিয়া কাপেও বাংলাদেশের বিপক্ষে লড়াই করেছে তারা। এজন্য বাংলাদেশের সব ক্রিকেটার সম্বন্ধে ভালো ধারণা আছে বলে জানালেন আফগান অধিনায়ক।


শহীদি বলেন, ‘আমরা তাদের সবাইকে নিয়েই পরিকল্পনা করেছি। যেমন আমরা জানি তাদের খেলোয়াড়ের শক্তির জায়গা কোথায়, তাদের দুর্বলতা কোথায়। ভিডিওর মাধ্যমে আমরা এগুলো বের করার চেষ্টা করেছি। যেকোনো একজন খেলোয়াড়কে নিয়ে আমরা কোনো পরিকল্পনা করিনি। আমরা তাদের ১১ জনের বিপক্ষে খেলব। প্রতিটি দলের বিপক্ষেই আমাদের ভালো খেলতে হবে।’



তামিম না থাকায় আফগানিস্তান বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে আফগান অধিনায়ক বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে খেলব, কোনো একক ব্যক্তির বিপক্ষে নয়। দলের বাকি খেলোয়াড়ও প্রচুর সম্ভাবনাময়। সুতরাং আমাদের প্রধান লক্ষ্য থাকবে আগামীকাল যারা খেলবে, তাদের নিয়ে। আমরা আগামীকাল ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball