promotional_ad

শচীনের চার সেমি ফাইনালিস্টের তালিকায় নেই পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের পর্দা উঠেছে বৃহস্পতিবার। এরই মধ্যে অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার সেমি ফাইনাল নিয়ে নিয়ে নিজেদের ভবিষ্যদ্বাণী করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শচীন টেন্ডুলকার।


ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের 'গ্লোবাল অ্যাম্বাসেডর' হিসেবে দায়িত্ব পালন করছেন শচীন। আইসিসির প্রকাশিত এক ভিডিওতে তাকে সম্ভাব্য সেমি ফাইনালিস্ট কারা এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। শচীন যে উত্তর দিয়েছেন তাতে নাখোশ হতে পারেন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।



promotional_ad

বেশিরভাগ সাবেক ক্রিকেটারদের সম্ভাব্য সেমি ফাইনালিস্টের তালিকায় পাকিস্তান থাকলেও শচীন তাদের সেরা চারে রাখেননি। নিজের দেশ ভারতকে শুরুতেই রেখেছেন এই কিংবদন্তি ব্যাটার। এরপর একে একে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের নাম বলেছেন।


আরো পড়ুন

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

১৮ মার্চ ২৫
ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার

শচীন বলেন,  ‘কোনো সন্দেহ ছাড়াই ভারত। আমাদের দল খুবই ভালো এবং ভারসাম্যপূর্ণ দল। অস্ট্রেলিয়াও ভারতের মতোই ভারসাম্যপূর্ণ দল। তাই আমি তাদের রাখছি। তৃতীয় দল হিসেবে আমি বলব ইংল্যান্ডের কথা। ইংল্যান্ড এবারও অনেক শক্তিশালী দল। তাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে নতুন মুখও আছে। আর আমার চতুর্থ পছন্দ হিসেবে আছে নিউজিল্যান্ড। তারা ২০১৫ ও ২০১৯ সালের ফাইনালে খেলেছে। আমি তাদের এবারও সেমিফাইনালে দেখছি।’


বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন শচীন। তিনিই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেই সময়ও তিনি ভারতের বিশ্বকাপ জেতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন।



শচীন বলেছিলেন, ‘ট্রফি হাতে মাঠে প্রবেশের অভিজ্ঞতা একটা পরাবাস্তব অনুভূতির ব্যাপার। আমরা এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম, সেই রাতটা বিশেষ কিছু ছিল। ১২ বছর পর এখানে ফেরা দারুণ। ২০১১ সালের আগে কোনো আয়োজক দেশ বিশ্বকাপ জিততে পারেনি। এর পর থেকে প্রতিটি ঘরের দল বিশ্বকাপ জিতল। এবার ভারত আয়োজক, আমি আশাবাদী।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball