promotional_ad

আমরা রোবট নই, নিউজিল্যান্ডের কাছে হারের পর বাটলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন

১২ মার্চ ২৫
জস বাটলার ও সাঞ্জু স্যামসন

ফেভারিট তো বটেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড, এমন বাজি ধরেছেন অনেকেই। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে নিউজিল্যান্ডের কাছে রীতিমতো উড়ে গেছে জস বাটলারের দল। নিজেদের পরিকল্পনার কোন কিছুই বাস্তবায়ন করতে পারেনি তারা। কিউইদের কাছে ৯ উইকেটের বড় পরাজয়ের পর বাটলার মনে করিয়ে দিলেন, তারা কেউ রোবট নন।


২০১৫ সালের পর থেকে বদলে গেছে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের খেলার ধরন। খানিকটা আক্রমণাত্বক ক্রিকেট খেলে প্রতিপক্ষকে প্রায়শই গুঁড়িয়ে দিচ্ছে তারা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। কিউইদের কাছে কোন বিভাগেই পাত্তা পায়নি ইংল্যান্ড। একমাত্র জো রুট ছাড়া কেউই হাফ সেঞ্চুরি পায়নি। পৌনে তিনশ রান করেও বোলাররা প্রত্যাশা মেটাতে পারেননি।


এমন হারের পর তাদের অনেক কাজ করার জায়গা আছে জানিয়ে বাটলার বলেন, ‘ওহ্‌ না, আমরা তো রোবট নই। মাঝে মাঝে আপনি যেভাবে চাইবেন, সেভাবে খেলতে পারবেন না। সবাই কঠোর পরিশ্রম করছে, সবার প্রস্তুতি ভালো। তবে আমরা একটু নিষ্প্রভ ছিলাম।’



promotional_ad

‘আন্তর্জাতিক ক্রিকেটে যখন আপনি একটু পিছিয়ে থাকবেন আর প্রতিপক্ষ অনেক ভালো খেলবে, আপনি ম্যাচ হারবেন। আমাদের অনেক কাজ করার আছে, দীর্ঘ একটি টুর্নামেন্টে আরও ভালো করার সুযোগ আছে। যেমনটি বললাম, এটি একটি হার মাত্র। আমরা পরের ম্যাচে ভালো করব।’


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৫ মার্চ ২৫
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

এদিন ইংল্যান্ডের ১১জন ব্যাটারই দুই অঙ্ক ছুঁয়েছেন। তবে রুট এবং বাটলার ছাড়া কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। বেশিরভাগ ব্যাটার ভালো শুরু করলেও শেষ পর্যন্ত সেটা ধরতে রাখতে পারেননি। তবুও২৮২ রানের পুঁজি পায় ইংলিশরা। যা প্রয়োজনের তুলনায় কম হয়েছে বলে জানান বাটলার। ইংল্যান্ডের অধিনায়ক মনে করেন তারা বেশ কয়েকটি উইকেট নিউজিল্যান্ডকে বিলিয়ে দিয়ে এসেছেন।


বাটলার বলেন, ‘অনেকগুলো ভালো শুরু হয়েছে। তবে আমার মনে হয় বাস্তবায়ন করার ক্ষেত্রে একটু পিছিয়ে ছিলাম আমরা। শট খেলার ক্ষেত্রে আমরা ভালো ছিলাম না, নিউজিল্যান্ডকে কয়েকটি উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। এরপরও ২৮০ করেছি, যেটি আমরা কোন পর্যায়ে খেলতে পারি তা বুঝিয়ে দিচ্ছে।’


২৮৩ রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। নিজেদের সেরাটা দেয়া থেকে পিছিয়ে রাখলেও কনওয়ে এবং রাচিনের প্রশংসা করেছেন বাটলার। ইংলিশ অধিনায়কের ধারণা, ৩২০ কিংবা ৩৩০ রান করতে পারলে মার্ক উড, স্যাম কারানরা খানিকটা চাপ তৈরি করতে পারত।



বাটলার বলেন, ‘ব্যাটিংয়ে রান কম করেছি। আমার মনে হয়, ফ্লাডলাইটের নিচে উইকেট একটু ভালো হয়েছে, তবে নিজেদের সেরাটা দেওয়া থেকে অনেক পিছিয়ে ছিলাম আমরা। আমরা হয়তো ৩২০, ৩৩০ রানের আশায় ছিলাম, যেটি একটু চাপ তৈরি করতে পারত। তবে এমন উইকেটে ভুল করার সুযোগ খুবই কম। আর ওরা দুজন (রবীন্দ্র ও কনওয়ে) অসাধারণ ইনিংস খেলেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball