promotional_ad

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার, ফাইনালে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেদিন ৩ রান তুলতে ৩ উইকেট হারানো বাংলাদেশ বিপাকে পড়ে ভারতের সঙ্গেও। এদিন অবশ্য সাইফ হাসানের দল তিন উইকেট হারিয়েছে ২১ রানে। ওয়াশিংটন সুন্দর, সাই কিশোরদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ থেমেছে মাত্র ৯৬ রানে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারলেও জয় পেতে কাঠখড় পোড়াতে হয়নি ভারতকে। 


রুতুরাজ গায়কোয়াড়ের ২৬ বলে অপরাজিত ৪০ এবং ২৬ বলে তিলক ভার্মার খেলা অপরাজিত ৫৫ রানের ইনিংসে ৬৪ বল বাকি থাকতেই জয় পায় ভারত। এদিকে সোনা জিততে যাওয়া বাংলাদেশকে এখন খেলতে হবে ব্রোঞ্জের জন্য। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে যারা হারবে তাদের সঙ্গে ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন সাইফরা।



promotional_ad

টস হেরে ব্যাটিং করতে নেমে মাহমুদুল হাসান জয় ফিরেছেন দ্রুতই। সাই কিশোরের ফুল লেংথ ডেলিভারিতে যশস্বী জয়সাওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তিনে নামা সাইফকে বিদায় করেছেন ওয়াশিংটন। ডানহাতি এই স্পিনার রানের খাতা খুলতে দেননি জাকির হাসানকে। ফলে মাত্র ২১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। 


আরো পড়ুন

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

১৮ মার্চ ২৫
ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার

এরপর বাংলাদেশকে খানিকটা টেনে নেয়ার চেষ্টা করেছিলেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। তবে তাদের জুটি বড় হতে দেননি তিলক। ডানহাতি এই স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে ২৩ রান করে ফিরেছেন পারভেজ হোসেন। আফিফ আউট হয়েছেন ৭ রান করে। 


শেষ দিকে জাকের আলী অনিক এবং রাকিবুল হাসান বাংলাদেশের রান একশর কাছে নিয়ে গেছেন। ২৯ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন উইকেটকিপার জাকের আর রাকিবুলের ব্যাট থেকে এসেছে ১৪ রান। ভারতের হয়ে সাই কিশোর তিনটি এবং ওয়াশিংটন নিয়েছেন দুটি উইকেট। 



৯৭ রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই জয়সাওয়ালকে ফেরান রিপন মণ্ডল। ডানহাতি এই পেসারের ফুল লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরির হাতে ধরা পড়েন তিনি। এরপর তিলক ও রুতুরাজ মিলে ৯৭ রানের জুটি গড়ে ভারতকে ফাইনালে তুলেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball