promotional_ad

ভালো কিছু করতে চাই, সেমিফাইনালে যেতে চাই: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী

৭ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ শুরু করার আগে টাইগাররা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচেই ব্যাটার-বোলাররা বেশ ভালোভাবে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।


মূল আসর শুরুর আগে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন বাংলাদেশ দলের লক্ষ্য ভালো খেলা এবং সেমিফাইনালে পা রাখা। এই বিষয়টি বিশ্বকাপ শুরুর আগেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিশেষ করে সাকিব আল হাসান-মুশফকুর রহিমের মতো ক্রিকেটার থাকায় বাংলাদেশ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে বিশ্বাস তার।



promotional_ad

এ প্রসঙ্গে সুজন বলেছেন, 'আমি মনে করি যে আমাদের ভালো অনেক সুযোগ আছে। আমরা ভালো কিছু করতে চাই সেমিফাইনাল, নকআউটে যেতে চাই। আমি জানি এটা করাটা কতটা টাফ। বাট আমি মনে করি আমাদের সামর্থ্য আছে। যথেষ্ট পরিমাণ ভালো ক্রিকেটার আছে টিমে। আমাদের সেই আত্মবিশ্বাস আছে।'


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

তিনি যোগ করেন, 'কোয়ালিটি বোলিং আক্রমণ আছে। সাথে আমাদের ভালো ব্যাটারও আছে। মুশি, সাকিবের মত অভিজ্ঞরা মাঝে ব্যাটিং করবে। সুতরাং আমার মনে হয় চ্যালেঞ্জ করার মত দল একটা। এর আগেও আমাদের প্রতি দলের সাথে ভালো খেলার রেকর্ড আছে, যদিও অনেক কম। তবে বিশ্বকাপ ভিন্ন মঞ্চ। আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। 


সাকিব ও মুশফিক দুজনই চারটি বিশ্বকাপে খেলেছেন। তাদের সেই অভিজ্ঞতা বিশ্বকাপের এবারের আসরেও কাজে লাগবে বলে বিশ্বাস সুজনের। সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। নিজের সামর্থ্য জানান দিয়েছেন তাওহীদ হৃদয়ও। তাই এই দল নিয়ে বড় স্বপ্নই দেখছেন  সুজন।



তিনি বলেন, 'সেখান থেকেই আমার আশাটা আসলে। এই বিশ্বকাপ না তো কখন আসলে? আমাদের অভিজ্ঞদের সাথে তারুণ্যের মিশ্রণ আছে। পারফর্মার আছে দলে। হয়ত কিছুদিন আগেও কনসার্ন ছিল শান্ত, হৃদয়দের নিয়ে বাট তারা পারফর্ম করছে। আমাদের অলরাউন্ডার আছে মিরাজ সে বেশ ভালো অলরাউন্ডার। এর প্রভাব সে প্রতিদিন রাখছে।'


দলকে চাপ মুক্ত থাকার বার্তা দিয়ে বাংলাদেশ দলের টিম ডিরে???্টর বলেন, 'সাকিব, মুশি, রিয়াদ অভিজ্ঞ। মুস্তাফিজ, তাসকিন, হাসান, শরিফুলরা আছে পেসার। ইন্টারেস্টিং ফাস্ট বোলিং অ্যাটাক। বিশ্ব ক্রিকেটে আমার মনে হয় দ্বিতীয়। আমরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। আমি চাই ছেলেরা মাঠে সেভাবে ফাইট করুক। আমাদের চাপ নিয়ে হারানোর কিছু নেই। এই মানসিকতা নিয়ে চাপমুক্ত থেকে আগ্রাসী ক্রিকেট খেললে সাফল্য আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball