promotional_ad

আইসিসিকে নিয়ম বদলানোর পরামর্শ দিলেন হার্মিসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য ১৫ সদস্যের কোটা বেধে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির সেই নির্দেশনা মেনেই বিশ্বকাপে অংশ নেয়া ১০ দল নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। যদিও আইসিসির এই বিধি নিষেধের কারণে বিপাকে পড়তে হয়েছে বেশ কটি দলকে।


সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সম্ভবত ইংল্যান্ডের। তারা ১৫ জনের কোটার জন্য দলে জায়গা দিতে পারেনি জেসন রয়কে। ইংল্যান্ডের সামনে সুযোগ ছিল হ্যারি ব্রুক অথবা রয়কে বেঁছে নেয়ার। তারা ব্রুককে নিয়ে বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ হার্মিসন আইসিসির এই নিয়মের সমালোচনা করেছেন। 



promotional_ad

তিনি মনে করেন প্রতিটি দলকে ১৮ জনের স্কোয়াড দেয়ার সুযোগ দেয়া উচিত ছিল। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী দলের সঙ্গে রিভার্ভ প্লেয়ার রাখার সুযোগ রয়েছে। যদি টুর্নামেন্টের মাঝ পথে কোনো ক্রিকেটার চোট পান তাহলে রিজার্ভ থেকে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে দলগুলো।


হার্মিসন নিজের মতামত জানিয়ে বলেছেন, 'আপনি শুধু ১৫ জনের স্কোয়াড দিতে পারবে এবং এই বিষয়টা আমি বুঝতে পারছি না। ইংল্যান্ড ৯টি ম্যাচের মধ্যে ৮টি খেলবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে, ফ্লাইট, হোটেল এবং সবকিছু সেই অনুযায়ীই হয়েছে। ইংল্যান্ডের ১৫ জনের বেশি ক্রিকেটার প্রয়োজন ছিল।'


এই বিষয়টি ব্যাখ্যা দিয়ে হার্মিসন বলেন, 'আপনি যদি ইংল্যান্ডের পেসারদের দিকে তাদের ১৫ জনের দলে মার্ক উড ও রিস টপলি আছেন, তারা দুজনই ইনজুরি প্রবণ যা আমরা অতীতে দেখেছি। নক আউটের আগে ৮টি ভেন্যুতে খেলা, ৮টি ভিন্ন বিমানে যেতে হবে এবং দেশের ভেতরের ফ্লাইটগুলো ভারতে বিজনেস ক্লাসের মতো না।'



হার্মিসনের মতে স্কোয়াড হওয়া উচিত ১৮ থেকে ২০ জনের। সাবেক এই পেসার মনে করেন এবারের বিশ্বকাপে অনেক ভোগান্তি পোহাতে হবে ইংল্যান্ডকে। বিশেষ করে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচ খেলতে তাদের হিমাচল প্রদেশে যেতে হবে। ধর্মশালায় তাদের সেই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ।


এ প্রসঙ্গে হার্মিসন যোগ করেন, 'একজন পেস বোলারের দৃষ্টিকোণ থেকে এটা খুবই ভয়ঙ্কর। সে কারণেই আমি মনে করি না ১৫ জনের স্কোয়াড যথেষ্ট। আমার মনে এটি ১৮ বা ২০ জনের হওয়া উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball