promotional_ad

‘আন্ডারডগ’ তকমায় মাথা ব্যথা নেই লাথামের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল

২৭ মার্চ ২৫
বদলি অধিনায়কেরও বদলি বেছে নিতে হলো নিউজিল্যান্ডকে, ফাইল ফটো

টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেললেও এবারও ডার্কহর্স হয়েই মাঠে নামছে নিউজিল্যান্ড। খানিকটা আন্ডারডগের তকমাও আছে তাদের গায়ে। অন্য সব দলগুলোকে নিয়ে যত বেশি আলোচনা হয় নিউজিল্যান্ডকে নিয়ে ঠিক ততটাই কম। সেসব নিয়ে অবশ্য একেবারেই ভাবছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম।


১২ আসরের আটটিতেই সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। দলের অবস্থা বা শক্তি-সামর্থ্য যেমনই থাকুক না কেন বিশ্বকাপে বরাবরই তাক লাগিয়ে দেয় নিউজিল্যান্ড। যদিও বিশ্বকাপের আগে তাদের নিয়ে খুব বেশি আলোচনা নেই।


promotional_ad

এবারের বিশ্বকাপেও নিউজিল্যান্ডকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে না। অথচ সবশেষ দুই আসরে তারাই রানার্স আপ। অন্যান্যবারের মতো এবারও সবার পছন্দের তালিকায় ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। চতুর্থ দল হিসেবে অনেকে পছন্দ পাকিস্তান কিংবা সাউথ আফ্রিকা।


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

সেরা চারে নিউজিল্যান্ডকে দেখছেন এমন মানুষ আপাতত কমই চোখে পড়ছে। তবে কে কি ভবিষ্যদ্বাণী দিচ্ছে সেসব নিয়ে মাথা ব্যথা নেই নিউজিল্যান্ডের। আন্ডারডগ তকমা নিয়ে লাথাম বলেন, ‘লোকেরা কী ভবিষ্যদ্বাণী করছে তা নিয়ে আমরা একেবারেই ভাবছি না।’


নিউজিল্যান্ড যে খানিকটা আড়ালে থাকতে পছন্দ করেন সেটা মনে করিয়ে দিয়েছেন লাথাম। শুধু তাই নয় নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তাদের হারানো যে কঠিন সেটা বলতে ভুলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক।


এ প্রসঙ্গে লাথাম বলেন, ‘এটি আসলে আপনারা (সাংবাদিকেরা) ঠিক করবেন। তবে আমরা সেদিকে নজর দিচ্ছি না। আমরা কিউইরা এমন একটু আড়ালেই থাকি, যেভাবে চাই সেভাবে নিজেদের কাজটি করি।’


‘প্রতিটি দলই আলাদা একটি ব্র্যান্ডে খেলতে পছন্দ করে, আলাদা ধরনের খেলতে চায়। আমাদেরও নিজস্ব একটা ধরন আছে। আর আমরা জানি, সেটি করতে পারলে, নিজেদের সামর্থ্যের সেরাটি দিয়ে খেলতে পারলে আমাদের হারানো কঠিন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball