আহমেদাবাদে ফ্রিতে উদ্বোধনী ম্যাচ দেখবেন ৩০-৪০ হাজার নারী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ডাফি
৩ ঘন্টা আগে
২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। জস বাটলার-ট্রেন্ট বোল্টদের উদ্বোধনী ম্যাচ ফ্রিতে দেখার জন্য সুযোগ পাচ্ছেন আহমেদাবাদের ৩০-৪০ হাজার নারী। ফ্রি টিকিটে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন তারা। এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
আয়োজক হলেও উদ্বোধনী দিনে দেখা যাবে না ভারতের খেলা। নিজের দেশের খেলা না হওয়ায় আহমেদাবাদের গ্যালারি নাও ভরতে পারে। ১ লাখ ৩০ হাজার আসন সংখ্যা হওয়ায় এমন আশঙ্কাটা একটু বেশি। উদ্বোধনী দিনে ফাঁকা গ্যালারি থাকলে ভারতের বিশ্বকাপ নিয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন ধারণা থেকে নারীদের ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে তারা।

কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করলেও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ভিন্ন কথা। গত মাসে মেয়েদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাশ হয়েছে। যার ফলে ওপরমহল থেকে ফ্রি টিকিট এসেছে আহমেদবাদের বিভিন্ন অঞ্চলের স্থানীয় নেতাদের হাতে।
আহমেদাবাদের বোদাকদেভ অঞ্চলে বিজেপির সহসভাপতি ললিত ভাধাওয়ানকে দেখা গেছে নারীদের হাতে টিকিট তুলে দিতে। শুধু তাই নয় খেলা দেখতে যাওয়া নারীদের জন্য রাখা হয়েছে চা ও খাবারের কুপনের ব্যবস্থাও। তাতে করে এদিন ৩০-৪০ হাজার নারী ফ্রিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দেখতে পারবেন।
বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক দল এসব নারীদের নামের তালিকা আগেই করে রেখেছেন। ম্যাচের আগের দিন শুধু তাদের হাতে ফ্রি টিকিট ও খাবারের কুপন তুলে দিয়েছেন। এ প্রসঙ্গে ভাধাওয়ান বলেন, ‘আহমেদাবাদের ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (আজ) স্টেডিয়ামে খেলা দেখবেন।’
‘আমাদের স্বেচ্ছাসেবক দল নাম সংগ্রহ করে টিকিট হাতে তুলে দিয়েছে। যেহেতু মেয়েদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে, আর টিকিটও এসেছে ওপরমহল থেকে। নারীরা নিজেদের উদ্যোগেই স্টেডিয়ামে যাবেন এবং তাঁদের চা ও খাবারের কুপন দেওয়া হবে।’