বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
সবশেষ আসরের দুই ফাইনালিস্টকে দিয়ে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। তবে প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকসের। নিতম্বের চোটের কারণে উদ্বোধনী ম্যাচে তাকে নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন জস বাটলার।
ব্যস্ত সূচির ধকল সামলাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। তবে ভারত বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে ৫০ ওভারের ক্রিকেটে ফেরেন তারকা এই অলরাউন্ডার। বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি ইংল্যান্ডের।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলেও দেখা যায়নি স্টোকস। সেদিন ক্রিকেটারদের জন্য পানি টেনেছেন তিনি। নিতম্বের চোট থাকায় অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিশ্বকাপের প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে। মূলত লম্বা বিশ্বকাপের মতো লম্বা টুর্নামেন্টের শুরুতে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড।
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১২ মার্চ ২৫
স্টোকসকে নিয়ে বাটলার বলেন, ‘তাঁর নিতম্বে ছোটখাটো সমস্যা আছে। যদি খেলার মতো ফিট না থাকে, খেলবে না। যদি ফিট থাকে, খেলবে। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। টুর্নামেন্টের শুরুতেই কাউকে বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শেষের কাছাকাছি সময়ে চোটের বিষয়ে হয়তো ঝুঁকি নেওয়া যাবে। আর এটা কিন্তু অনেক লম্বা টুর্নামেন্ট।’
স্টোকস ফেরায় বিশ্বকাপ দল থেকে জায়গা হারিয়েছিলেন হ্যারি ব্রুক। তবে মুহূর্তে এসে জেসন রয়ের জায়গায় ব্রুককে নিয়ে ভারতের বিমান ধরে ইংল্যান্ড। প্রথম ম্যাচে স্টোকস না খেলতে পারলে একাদশে দেখা যেতে পারে ব্রুককে। তরুণ এই ব্যাটারকে নিয়ে আশার কথা শুনিয়েছেন বাটলার।
ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘আমরা জানি, সে কী চমৎকার একজন খেলোয়াড়। সে অনেক বেশি ওয়ানডে খেলেনি। তবে এই সংস্করণের সঙ্গে ও জুতসইভাবে মিলে যাওয়ার কথা। এখানে লম্বা সময় ধরে ব্যাটিংয়ের সুযোগ আছে, বড় রান তোলা যায়। যেটা ও উপভোগ করে।’
বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক হলেও প্রথম ম্যাচে পাওয়া যাবে না কেন উইলিয়ামসনকে। গতবার দলকে ফাইনালে তোলা কিউই অধিনায়ক চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন। এদিকে চোট থাকায় উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না পেসার টিম সাউদিরও।