promotional_ad

পরিসংখ্যানে তাকাই না, আমার কাছে দলই আগে: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

রেকর্ড-অর্জনে নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। পরিসংখ্যানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও তিনি। সাম্প্রতিক সময়ে খেলতে নামলেই সাবেক তারকাদের রেকর্ড ভাঙছেন বাংলাদেশের অধিনায়ক। তবে সাকিব জানান, তিনি এসব রেকর্ড কিংবা পরিসংখ্যান দেখেন না।


দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন সাকিব। তিন সংস্করণেই আইসিসির সেরা অলরাউন্ডারদের তালিকায় ছিলেন তিনি। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে কয়েক বছর ধরেই দাপট দেখাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। লম্বা সময়ের ক্যারিয়ারে বাংলাদেশের অনেক জয়েরই নায়ক তিনি।



promotional_ad

বাংলাদেশ যখন খাদের কিনারায় পড়েছে তখনই ব্যাটে-বলে পারফর্ম করেছেন সাকিব। এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে তিন সংস্করণ মিলে ১৪ হাজারের বেশি রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। বোলিংয়ে সাকিব নিয়েছেন ৬৮১ উইকেট। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং অধিনায়ক হিসেবে খেলার কারণে চাপ আছে কিনা এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল সাকিবকে।


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না (চাপ আছে কিনা), একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনই পরিসংখ্যান দেখি না। আমি সবসময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’


২০১৯ বিশ্বকাপের পর থেকেই দারুণ ছন্দে আছে বাংলাদেশ। সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর পাশাপাশি ঘরের মাঠে টাইগাররা হারিয়েছে ভারতের মতো দলকে। আইসিসির ওয়ানডে সুপার লিগে ১৫৫ পয়েন্ট নিয়ে তিনে ছিল বাংলাদেশ। যেখানে তাদের পেছনে ছিল ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো দল।



বিশ্বকাপে এর আগে এখন পর্যন্ত সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের মানুষ সেমিফাইনাল কিংবা ফাইনালে দেখতে চায় সাকিবদের। সেটাই মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সাকিব জানান, বিশ্বকাপে ভালো করতে দল হিসেবে তারা প্রস্তুত।


সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সবশেষ চার বছরের কথা বলি খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো। আমার মনে হয় আমাদের দল প্রস্তুত এবং আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball