মালয়েশিয়ার বিপক্ষে শেষ ওভারে বাংলাদেশকে জেতালেন আফিফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৭ মার্চ ২৫
এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। প্রথমবারের সেই চ্যাম্পিয়নদের বিপক্ষেই চলতি বছরের এশিয়ান গেমসের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় মালয়েশিয়া। ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা গড়েও অবশ্য জিততে পারেনি তারা। রোমাঞ্চকর শেষ ওভারে বাংলাদেশকে দুই রানের জয় এনে দেন আফিফ হোসেন। এই জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ।
কোয়ার্টারের লড়াইয়ে বাজে সূচনা হয় বাংলাদেশের। ইনিংসে রানের খাতা খোলার আগে রান আউটে কাটা পরেন মাহমুদুলু হাসান জয়। পরের ওভারে বিজয় উন্নি টাইগার শিবিরে দ্বিতীয় আঘাত হানে। পারভেজ হোসেন ইমন কোনও রান না তুলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পরেন। ম্যাচের তৃতীয় ওভারে জাকির হাসান ১ রান করে ফিরলে বাংলাদেশ ৩ রানে তিন উইকেট হারিয়ে বসে।

এরপর ম্যাচের হাল ধরেন অধিনায়ক সাইফ হাসান ও অভিজ্ঞ ক্রিকেটার আফিফ হোসাইন। দুজনে মিলে ৩৮ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেও ম্যাচের সপ্তম ওভারে প্রাদিব সিংয়ের বলে জুবাইদি জুলকিফলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৩ রান করেন। তবে একদিনে উইকেট ধরে রেখেছিলেন সাইফ। দেখেশুনে ৫২ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন টাইগার অধিনায়ক।
ছেলেদের অধিনায়ক হান্টার যেভাবে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ায়
৫ অক্টোবর ২২
এদিকে শাহাদাত হোসাইনের ২১ ও জাকের আলির ১৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১১৬ তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ম্যাচে মালয়েশিয়ার প্রাদিব সর্বোচ্চ দুটি ও বিজেয়, আনোয়ার রহমান একটি করে উইকেট নিয়েছেন। জবাবে মালয়েশিয়ার শুরুটাও খুব একটা ভালো হয়নি।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই জুলকিফলেকে ফেরান রিপন মন্ডল। এরপর মোহাম্মদ আমির ও আহমেদ ফাইজকে শুন্য রানে ফেরান আফিফ। ফলে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে মালয়েশিয়া। এরপর উইকেটে থিতু হওয়া সায়েদ আজিজকে ক্যাচের ফাঁদে ফেলে ২১ রানেই সাজঘরে ফেরেন রাকিবুল হাসান। এরপর মালয়েশিয়ার ম্যাচের হাল ধরেন বীরনদ্বীপ সিং।
প্রথমে বিজয়কে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন ডানহাতি এই ব্যাটার। এরপর আইনুল হাফিজকে নিয়েও গড়েন ৪০ রানের জুটি। এমন দুই জুটিতে যখন জয়ের আভাস পাওয়া শুরু করে মালয়েশিয়া। শেষ ওভারে দরকার মাত্র ৫ রান। তবে অভিজ্ঞ ক্রিকেটার আফিফ ৩৯ বলে ৫২ রান করা বীরনদ্বীপকে ফেরালে ম্যাচের ঘুড়িয়ে দেয় টাইগার স্পিনার।
আফিফের শেষ ওভারের জাদুতেই মাত্র ২ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচে রিপন ও আফিফ সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া রাকিবুল ও রিশাদ হোসাইন একটি করে উইকেট নিয়েছেন। ফলে এশিয়ান গেমসের সেমিফাইনালে আগামী ৬ অক্টোবর ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।