promotional_ad

শিরোপাতেই চোখ রাখছেন লাথাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শুরু ও শেষের অমিলে ৯ উইকেটে নিউজিল্যান্ডের ৩১৫

১৪ ডিসেম্বর ২৪
দিনের শেষ বলে ছক্বা মেরে হাফ সেঞ্চুরি করেছেন মিচেল স্যান্টনার

অবশেষে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সেই আসরের রানারআপ নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে দশটি দলের স্বপ্নযাত্রা। গত দুবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। এবার সেই শিরোপাতেই চোখ রাখছে তারা।


গত কয়েক বছরে নিয়মিতই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনারের মতো ক্রিকেটাররা। উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা আছে তাদের।



promotional_ad

এমনকি ভারতের সবগুলো স্টেডিয়ামের উইকেট সম্পর্কেও ভালো রকমের ধারণা আছে দলটির। এটাকেই দলটির সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন লাথাম। যেকোনো পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে পারবে দলের ক্রিকেটাররা, এমন আত্মবিশ্বাসও আছে ভারপ্রাপ্ত এই অধিনায়কের।


আরো পড়ুন

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ডাফি

৩ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে জ্যাকব ডাফি

লাথাম বলেন, 'অবশ্যই শেষপর্যন্ত আমরা ওখানেই (শিরোপা) চোখ রাখব। আমি নিশ্চিত অন্য দলগুলোর ক্ষেত্রেও তাই। একটি জিনিস আমি বেশ গর্ব করেই বলতে পারি, আমরা যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি, নিজেদের সেরাটা দিতে চেষ্টা করি। আমরা ভাগ্যবান যে আমাদের অনেক ক্রিকেটারই এই কন্ডিশনে খেলেছে, কখনো ভারতের বিপক্ষে, কখনো আইপিএলে খেলেছে।'


'আমাদের দলে ওরকম অভিজ্ঞ ক্রিকেটার আছে যাদের ওপর আমরা ভরসা করতে পারি। অনেকেই এখানে খেলেছে, কেউ আবার খেলেনি। তাই এসব কন্ডিশনে মানিয়ে নেয়াটা আমার কাছে বড় ব্যাপার মনে হয়।'



গত দুই বিশ্বকাপে ফাইনাল খেললেও শিরোপা পায়নি নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে তারুণ্য এবং অভিজ্ঞতার দারুণ এক কম্বিনেশন নিয়ে হাজির দলটি। যদিও বিশ্বকাপ জিততে হলে বড় কিছুই করে দেখাতে হবে দলটিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball