জিম্বাবুয়ের হয়ে খেলতে চান অস্ট্রেলিয়ান এক ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট
৮ মার্চ ২৫
জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট লোগান কাপের মিড ওয়েস্ট রাইনোসের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আন্টুম নাকভি। সম্প্রতি এই অলরাউন্ডার ইচ্ছা প্রকাশ করেছেন জিম্বাবুয়ের হয়ে খেলার। এমন একটি সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে আছেন তরুণ এই ক্রিকেটার।
২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার রাইনোসের হয়ে খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। যেখানে ব্যাটে বলে বেশ দারুণ পারফর্ম করেছেন তিনি। মৌসুমে মোট দুইটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। যেখানে ওয়ানডেতে একটি সেঞ্চুরির দেখাও পেয়েছেন নাকভি।

টপ অর্ডার এই ব্যাটার ওয়ানডে ফরম্যাটে নিজেকে বেশ ভালোই মেলে ধরেছেন। যেখানে পাঁচ ম্যাচ খেলে ৯৪.৭৫ গড়ে ৩৭৮ রান করেছেন তিনি। বল হাতেও এই অফ-স্পিনার অসাধারণ পারফর্ম করেছেন। এসময় তিনি নিয়েছেন ২.৮৯ ইকোনমিতে ১৮টি উইকেট। টি-টয়েন্টিতে তিন ম্যাচে ৬৪ রানের পাশাপাশি নিয়েছেন চারটি উইকেট।
এদিকে সম্প্রতি একটি ম্যাচ শেষে এক্সের (টুইটার) একটি ইন্টার্ভিউতে জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলার কথা জানান তিনি। এই ক্রিকেটার জানান জিম্বাবুয়ে চাইলে সে এমন সুযোগ লুফে নিতে প্রস্তুত।
নাকভি বলেন, 'হ্যাঁ, অবশ্যই আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে আমি (জিম্বাবুয়ের হয়ে খেলতে) সেটা নিতে চাই। আমি অবশ্যই এই (সুযোগ) গ্রহণ করব।'
'এটি দারুণ একটি দেশ এবং এখানে পাওয়া সকল সুযোগ এসেছে এনপিএলের (ন্যাশনাল প্রিমিয়ার লিগের) মাধ্যমে। তারা সমস্ত প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে দুর্দান্ত কাজ করছেন। যদি সুযোগ আসে, আমি জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করতে চাই।'