হংকংকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ডাফি
৩ ঘন্টা আগে
এশিয়ান গেমসের প্রথম কোয়ার্টার ফাইনালে হংকংকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে আসরটির সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল পাকিস্তান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি পাকিস্তান। স্কোরবোর্ডে ৫৪ রান তুলতে তুলতে পাঁচ উইকেট হারিয়ে ফেলেন দলটি। পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা সেভাবে কিছুই করতে পারেননি।

শেষদিকে ১৬ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রান করেন আমির জামাল। এ ছাড়া ২৫ রান করে করেন দলের দুই ব্যাটার আসিফ আলী এবং আরফাত মিনহাস।
শেষপর্যন্ত ২০ ওভারে দশ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে দলটি। হংকংয়ের হয়ে ৪৯ রান খরচায় চার উইকেট নেন আইয়ুশ শুকলা। তিনটি উইকেট নেন মোহাম্মদ গাজানফার।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয় হংকং। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন তিনে নামা বাবর হায়াত। এ ছাড়া ১৫ রানে অপরাজিত থাকেন এহসান খান। পাকিস্তানের হয়ে ১৩ রান খরচায় তিন উইকেট নেন খুশদিল শাহ।
দুটি করে উইকেট নেন আরাফাত, সুফিয়ান মুকিম এবং কাসিম আকরাম। এশিয়ান গেমসের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলবে বাংলাদেশ এবং মালয়েশিয়া। ম্যাচটি হবে আগামীকাল ৪ অক্টোবর।