এশিয়ান গেমসে নেমেই জায়সাওয়ালের সেঞ্চুরি, লড়ে হারল নেপাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের
১৩ ঘন্টা আগে
নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল ভারত। আর নেপালের বিপক্ষে ম্যাচটি খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ইয়াশভি জায়সাওয়াল। তার সেঞ্চুরির ম্যাচে ২৩ রানে জিতল ভারত। একইসঙ্গে সেমিফাইনালে উঠে গেল দলটি।
এ দিন উদ্বোধনি জুটিতেই ভারত তোলে ১০৩ রান। ২৩ বলে ২৫ রান করে ফিরে যান রুতুরাজ গায়কোয়াড়। অপরপ্রান্তে তাণ্ডব চালাচ্ছিলেন জায়সাওয়াল। যার কারণে দলের রান বেড়েই যাচ্ছিল। তিলক ভার্মা ২ এবং জিতেশ শর্মা ৫ রানে ফিরলেও জায়সাওয়ালের আগ্রাসী ব্যাটিং অব্যাহতই ছিল।

দলীয় ১৫০ রানে জায়সাওয়াল যখন ফিরছেন ততক্ষণে তার সেঞ্চুরি হয়ে গেছে। ৪৯ বলে আটটি চার ও সাতটি ছক্কায় বরাবর একশ রান করেন তিনি। জায়সাওয়াল ফেরার পর শিভম দুবে এবং রিঙ্কু সিং অপরাজিত থেকেই ২০ ওভার পার করেন।
জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
১৮ জানুয়ারি ২৫
দুবে ১৯ বলে ২৫ এবং রিঙ্কু ১৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ভারত করে ২০ ওভারে চার উইকেটে ২০২ রান। নেপালের হয়ে ৩১ রান খরচায় দুই উইকেট নেন দীপেন্দ্র সিং আইরি। একটি করে উইকেট নেন সোমপাল কামি এবং সন্দীপ লামিচানে।
লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৯ রান করে নেপাল। দলটির হয়ে ১৫ বলে ৩২ রান করেন আইরি। এ ছাড়া কুশল মাল্য ও সুন্দিপ জরা ২৯ রান করে করেন। ২৮ রান আসে কুশল ভুরতালের ব্যাটে।
ভারতের হয়ে ৩২ রান খরচায় তিন উইকেট নেন আভেশ খান। ২৪ রান খরচায় তিনটি উইকেট নেন রবি বিষ্ণই। দুটি উইকেট নেন আর্শদিপ সিং।