promotional_ad

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়েই ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান। বেশিরভাগ সাবেক ক্রিকেটারের চোখেই পাকিস্তান দল সেমিফাইনালে খেলার যোগ্য। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের আরেকটি রূপের কথা মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার নাসের হুসেইন। 


তিনি মনে করেন এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে। এর বিপরীতও হতে পারে বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে পাকিস্তান দল সবার ধরা ছোঁয়ার বাইরেও চলে যেতে পারে। পাকিস্তান দল এমনই চরিত্রের বলে জানিয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।



promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান এই টুর্নামেন্টে ভালো দল। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি তারা হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। এরপর তারা টানা জয়ের পথে ফিরতে পারে।'


আরো পড়ুন

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ডাফি

৩ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে জ্যাকব ডাফি

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকেই বাদ পড়তে বসেছিল তারা। যদিও নানা সমীকরণ পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা। পাকিস্তান দল এমনই আনপ্রেডিক্ট্যাবল। পাকিস্তান দলের সেই বিশেষত্বই মনে করিয়ে দিয়েছেন তিনি।


নাসের বলেন, 'গত টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে করে দেখুন। একপর্যায়ে তো বাদই পড়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে যেন ফাইনালে উঠে এসেছিল। এটাই তাদের খেলা ব্র্যান্ড ও স্টাইল। খেলা দেখার জন্য অবিশ্বাস্য একটা দল।’



উপমহাদেশের মাটিতে স্পিনাররা বরাবরই বাড়তি সুবিধা পান। তবে বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ার বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররাও। তাই নাসের মনে করেন বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে পাকিস্তানের কোনো সমস্যা হবে না। তিনি বলেন, ‘তারা যদি প্রত্যাশিত স্কোরের চেয়ে বেশি করে ফেলে, তাহলে দুনিয়ার যেকোনো দলই সমস্যায় পড়বে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball