এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী
৮ ঘন্টা আগে
নারী এশিয়ান গেমসে ইতোমধ্যেই ব্রোঞ্জ শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার পুরুষ বিভাগে খেলতে নামবে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১৯তম এশিয়ান গেমস বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। প্রতিপক্ষ মালয়েশিয়া।
চীনে চলমান এই আসরে ৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ খেলবে টুর্নামেন্টের সবশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তাদের সঙ্গে আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এবং আফগানিস্তান।

নিয়ম অনুযায়ী, আইসিসির র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা দলগুলো সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। সেক্ষেত্রে বাংলাদেশ আগে থেকেই কোয়ার্টার ফাইনালে আছে। এ ছাড়া বাকি দলগুলোকে লড়াই করে নিজেদের জায়গা করতে হয়েছে।
বাংলাদেশ যদি মালয়েশিয়ার বিপক্ষে জিতে তাহলে সেমিফাইনালে উঠে যাবে তারা। যে ম্যাচটি হবে ৬ অক্টোবর। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ার্টার ফাইনালে অংশ নেয়া ভারত-নেপালের মধ্যকার বিজয়ী দল।
৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু। যার কারণে কোনো দেশই এশিয়ান গেমসে মূল দল পাঠায়নি। বাংলাদেশও এর ব্যতিক্রম করেনি। সাইফ হাসান নেতৃত্বাধীন এই দলে খেলবেন আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা।
এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াড- মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।