promotional_ad

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপ খেলতে ভারতে পা রাখার আগে ভিসা বিড়ম্বনায় পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। যদিও সেই জটিলতা কাটিয়ে এই বিশ্ব আসরে খেলতে এরই মধ্যে ভারতে পৌঁছেছে বাবর আজমের দল। পৌঁছেই স্বাগতিকদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।


পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারেরই ভারতে খেলার অভিজ্ঞতা নেই। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং নিজেদের কম্বিনেশন ঠিক করতে এরই মধ্যে একটি প্রস্তুতি ম্যাচে খেলে ফেলেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩৪৫ রান করেও ৫ উইকেটে হারতে হয়েছিল বাবর আজমের দলকে।


দলের পেসারদের নিষ্প্রভতা নিঃসন্দেহে চিন্তার কারণ হবে পাকিস্তান দলের জন্য। তবে ভারতের কন্ডিশন নিয়ে ভিন্ন ধারণা দিলেন দলটির তারকা স্পিনার শাদাব খান। তিনি ভারতের কন্ডিশনের সঙ্গে পাকিস্তানের মিল পাচ্ছেন। এমনকি তার মনে হচ্ছে রাওয়ালপিন্ডিতেই খেলছেন। 



promotional_ad

শাদাব বলেছেন, ‘ভারতের কন্ডিশন এখন পর্যন্ত পাকিস্তানের মতোই মনে হয়েছে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে, এমনকি আমাদের মনে হয়েছে যে রাওয়ালপিন্ডিতে খেলছি।’


বিশ্বকাপে পাকিস্তান কেমন করবে তা নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। বেশিরভাগ সাবেক ক্রিকেটারদের ভবিষ্যদ্বাণী বাবর আজমরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। তবে শাদাব মনে করেন যে দল ভালো বোলিং করবে তারাই বিশ্বকাপ জিতবে।


এর পেছনে কারণ হিসেবে ফ্ল্যাট উইকেট ও ছোট বাউন্ডারির উদাহরণ টেনেছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমি মনে করি, যে দলের বোলিং ভালো, তারাই এখানে বিশ্বকাপ জিতবে। কারণ, এখানকার কন্ডিশনে ফ্ল্যাট উইকেট থাকবে এবং বাউন্ডারি ছোট। আমাদের বিশ্বমানের বোলার আছে। আমি মনে করি, চ্যাম্পিয়ন হতে হলে আমাদের বোলারদের সত্যিকার অর্থে খুব ভালো বোলিং করতে হবে।’


ব্যক্তিগতভাবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না শাদাবের। গুঞ্জন ছিল শাদাবের বদলি হিসেবে বিশ্বকাপে সুযোগ পেতে চলেছেন আরেক স্পিনার আবরার আহমেদ। যদিও শেষ পর্যন্ত শাদাবকে নিয়েই বিশ্বকাপের বিমান ধরেছে পাকিস্তান। শাদাব জানিয়েছেন মানসিক সমস্যা কাটিয়ে উঠেছেন তিনি। বিশ্বকাপেও পারফর্ম করতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।



তার ভাষ্য, ‘আমার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। তবে (এশিয়া কাপের পর) আমি অনেক বিশ্রাম নিয়েছি। অনেক ক্রিকেট খেললে আপনি মানসিক দিক থেকে একটু বিধ্বস্ত থাকবেন এবং পারফর্ম করতে পারবেন না। নিশ্চিত করেই স্কিলের বিষয় আছে। তবে প্রয়োজনীয় বিশ্রাম পাওয়ায় আমি মানসিক সমস্যাটা কাটিয়ে উঠেছি। আর যা হয়ে গেছে, তা এখন অতীত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball