promotional_ad

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সেঞ্চুরির পর শান্তর স্বস্তি

১৮ মার্চ ২৫
সেঞ্চুরির পর শান্ত, ক্রিকফ্রেঞ্জি

বেশ কয়েকবছর খাবি খাওয়ার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মানিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি নিজের মানসিকতাও বদলে ফেলেছেন তিনি। এ কারণে ৫০ থেকে ৭০ রানের ইনিংসকে এখন আর 'মানসম্পন্ন' মনে করেন না তিনি।


সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন শান্ত নিজেই। ক্রিকেট বিশ্বে তিন নম্বরে ব্যাটিং করে থাকেন বিরাট কোহলি, বাবর আজম, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, ডেভিড মালানদের মতো ক্রিকেটাররা।


এদের মতো বড় তারকারা বেশীরভাগ সময়ই দলের জয়ে বড় অবদান রাখেন। তাদের ব্যাটে অনেক সময়ই আসে সেঞ্চুরি বা সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস। সেখান থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন শান্ত।



promotional_ad

তিনি বলেন, 'আমি যদি দেখি তিন নম্বরে বিশ্বের অন্য ব্যাটাররা কেমন খেলছে... আমার মনে হয় না ৫০, ৬০ বা ৭০ মানসম্পন্ন কোনো রান। তাই ব্যাটিং করতে নেমে আমি সেঞ্চুরির কথা ভাবি।'


আরো পড়ুন

এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী

৭ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

সাম্প্রতিক সময়ে দুটি ইনিংসে হাফ সেঞ্চুরির পর ফিরে গেছেন শান্ত। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রান করে আউট হন তিনি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭৬ রানে ফিরে যান তিনি।


এই দুটি ইনিংসে খুশি হতে পারেননি শান্তর কোচ এবং মেন্টর সোহেল ইসলাম। দেশের অন্যতম সেরা এই কোচের মতে, ইনিংস আরও বড় করা উচিত ছিল শান্তর।


কোচের এমন মন্তব্য নিয়ে শান্ত আরও বলেন, 'আমার মনে হয় উভয়ই (অনুপ্রেরণা এবং চাপ)। তবে এটাকে আমি অনুপ্রেরণাই বলব। একই সময় কোচের দিক থেকেও আমার ওপর চাপ থাকে। আমার মনে হয় এটার দরকার আছে। তাহলে আমার মনে হবে না যে আমি আমার দা??িত্ব শেষ হয়ে গেছে।'



'এমন নয় যে এটা ব্যক্তিগত কোনো লক্ষ্য। যেটা আমার কাছে মনে হয় আমি ১০০-১৫০ রান যদি করি, তাহলে দল ভালো একটি অবস্থানে যাবে। এশিয়া কাপে আমি শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রান করেছি, এরপর হেরে গেছি। আবার আফগানিস্তানের বিপক্কে ১০০ করেছি, আমরা জিতে গেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball