তামিম-মুশফিকদের গড় ৪০ এর নিচে, সমালোচনায় আকাশ চোপড়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলিং পরীক্ষায় পাশ সাকিব
২৫ মিনিট আগে
বাংলাদেশের ব্যাটারদের গড় নিয়ে তির্যক মন্তব্য করলেন আকাশ চোপড়া। বাংলাদেশের সব ব্যাটারের আন্তর্জাতিক গড় ৪০ এর নিচে হওয়ায় হতাশ ভারতের এই সাবেক ক্রিকেটার। এমন গড়ের ক্রিকেটাররা নিয়মিত জাতীয় দলে খেলায় জুনিয়রদের ওপর বাজে প্রভাব পড়ছে বলেই মনে করেন আকাশ।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা জাতীয় দলে দুইশ'র বেশি ওয়ানডে ম্যাচ খেললেও এখন পর্যন্ত তাদের গড় ৩৬ পার করেনি। এমন ঘটনায় নিদারুণ হতাশ আকাশ।

এই ক্রিকেট বিশ্লেষকের মতে, এতো কম গড় নিয়ে একটানা তারা খেলে যাওয়ায় জুনিয়রদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণে ৩০ গড়ের তরুণ ক্রিকেটারও বাংলাদেশ দলে টিকে থাকে বলে মনে করেন তিনি।
আকাশ বলেন, 'বাংলাদেশের সেরা ব্যাটার এখনও সাকিব আল হাসান। কেননা সে আসলেই একজন অলরাউন্ডার। তামিম ইকবাল দুইশর ওপর ম্যাচ খেলে আট হাজারের বেশি রান করেছে। কিন্তু তার গড় মাত্র ৩৬ (৩৬.৬)। এমন না যে কখনো ৪০ ছিল না। লিটন ৭৭ ম্যাচে গড় ৩১ (৩১.৭)। তানজিদকে নিয়ে কথা বলব না, সে এখনও বাচ্চা। সাকিবের ৩৭ (৩৭.৪)। মুশফিক ২৫৬ ম্যাচ খেলে ৩৬ (৩৬.৮) গড়। হৃদয় ভালো খেলছে, তবে তাকেও এখনও বিবেচনা করো না। নাজমুল শান্তকেও এখনও বিবেচনা করার দরকার নেই।'
'মাহমুদউল্লাহ রিয়াদ ২২১ ম্যাচ খেলার পর ৩৫ (৩৫.৩)। মিরাজ অলরাউন্ডার, ওর কথা বলা দরকার নেই। এদের কারোর ৪০ অতিক্রম করেনি। আর এতো ম্যাচ খেলার পর যখন ৪০ অতিক্রম না করে তাহলে বুঝতে হবে ঠিক হচ্ছে না এটা। এদের নিয়ে যেহেতু জিততে পারছে না ওরা, তাহলে অন্য কাউকে নিয়ে হয়ত জিতবে। কেননা আপনি যখন ৩১,৩২ কিংবা ৩৪ যাদের গড়, তাদের যখন আপনি বছরের পর বছর খেলিয়ে যাবেন, তখন নতুন কেউ এসে ৩০ গড়ে ব্যাট করলে সেটাকে ঠিকই মনে হবে। এভাবে পরের ক্রিকেটাররা উঠতে পারবে না।'
বর্তমানে ৩০ গড় নিয়ে খেলছেন লিটন। তবে নিয়মিত খেলার সুযোগ পেলে এই গড় ৪০-এ নিয়ে যেতে পারবেন লিটন, এমনটাই বিশ্বাস আকাশের। তার ভাষায়, 'কেবল লিটন দাসই একমাত্র যার গড় ৪০ এর উপর উঠতে পারে।'