বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনিশ্চিত উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন
৬ মার্চ ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ আসরে চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাকে অস্ত্রোপচারও করতে হয়েছে। ফলে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেশ ক্ষীণ ছিল তার। তবে শতভাগ ফিট না হলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন কিউই অধিনায়ক। কিন্ত বিশ্ব আসরের উদ্বোধনী ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
বিশ্বকাপের শেষ আসরে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলা অধিনায়ককে টুর্নামেন্টের মাঝপথে হলেও দলে চেয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সেই অনুযায়ী গত ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের স্কোয়াডে নেয়া হয়েছে উইলিয়ামসনকে। অবশ্য তখনই জানানো হয়েছিল বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে বেশ শঙ্কা রয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে দলগুলো প্রস্ততি ম্যাচ খেলতে মাঠে নেমেছে। সেখানে পাকিস্তানের বিপক্ষে কিইউরা হায়দারাবাদে খেলতে নেমেছে। দলে আছেন উইলিয়ামসনও। তবে শুধু ব্যাট হাতেই তাকে দেখা যাবে আজ। নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্ততি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং এর পাশপাশি ফিল্ডিং অনুশীলনেও দেখা যাওয়ার কথা তার।
‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস
৩ ঘন্টা আগে
এনজেডসি বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, 'প্রথম প্রস্তুতি ম্যাচে হায়দারাবাদে পাকিস্তানের বিপক্ষে উইলিয়ামসনকে শুধুমাত্র ব্যাট হাতেই দেখা যাবে। কিন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে উইলিয়ামসন ব্যাটিং ও ফিল্ডিংয়ের অনুশীলন করবে।'
উইলিয়ামসন দলে ফেরার আগেই কিউই হেড কোচ গ্যারি স্টেড বলছিলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেবে না দল। নিজেদের ভাবনা পরিষ্কার করে বলেছিলেন উইলিয়ামসনকে নিয়ে তারা বেশ সতর্ক। কিউই অধিনায়কের কাছে তারা এই মূহুর্তে খুব বেশি প্রত্যাশা করবে না। প্রততি ম্যাচের আগে আরও একবার এই বিষয়টি নিশ্চিত করলেন দলটির কোচ।
উইলিয়ামসনকে নিয়ে কোচ স্টেড বলেন, 'কেনের (উইলিয়ামসন) খেলার বিষয়ে আমরা শুরু থেকেই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছি। সে বেশ ভালো ভাবেই দলে ফিরে এসেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার সম্পূর্ণ রূপে ফিরে আসার ব্যাপারটি নিশ্চিত করা দরকার। তার পূর্ণরুপে ফিরে আসার জন্য আমরা অপেক্ষা করব। অবশ্যই এর জন্য আমরা তাকে কোনও রকম চাপ দিবো না।'