দলের বাইরে কী ঘটছে সেটা নিয়ে ভাবি না: হাসান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হাসানের পাশাপাশি খালেদকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছে বাংলাদেশ
১১ ফেব্রুয়ারি ২৫
কয়েকদিন পরই শুরু বিশ্বকাপ। এতো গুরুত্বপূর্ণ একটি আসরে দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে সেটি নিয়ে একেবারেই ভাবছেন না হাসান মাহমুদসহ ভারতে থাকা বাংলদেশের অন্যান্য ক্রিকেটাররা। নিজেদের সেরাটা নিঙরে দিতেই চেষ্টায় আছেন তিনি।
বাংলাদেশ দলের সাম্প্রতিক অবস্থান একেবারেই ভালো নয়। পুরো ফিট না হওয়ার কারণে বিশ্বকাপ দলে নেই তামিম। অথচ তামিমের এক সময়ের বন্ধু এবং জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, বিশ্বকাপের স্কোয়াডে কেবল পেসার ইবাদত হোসেনকেই মিস করছেন তিনি।

তামিম আর সাকিবের নয়ত উল্লেখ করার মতো সম্পর্ক আর নেই। কিন্তু হাসানদের মতো তরুণ পেসাররা মাসখানেক আগেও খেলেছিলেন তামিম ইকবালের নেতৃত্বে। সেক্ষেত্রে ভারত বিশ্বকাপে তামিমের না থাকা হয়ত আবেগের কারণ হতে পারত অন্যান্য ক্রিকেটারদের জন্য। কিন্তু হাসান পরিষ্কার করলে, আপাতত বিশ্বকাপ নিয়েই ভাবছেন তারা।
বোলিং পরীক্ষায় পাশ সাকিব
১২ ঘন্টা আগে
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘দলের বাইরে কী ঘটছে না ঘটছে, সেটা নিয়ে আমরা ভাবি না। ভালো পারফরম্যান্সের জন্য আমরা রুটিন মেনে অনুশীলন করি যেন নিজেদের সেরাটা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি (তামিমের বাদ পড়া) এটা নিয়ে বেশি ভাবি না, কারণ, আমি এখানে নিজের ভূমিকা পালন করতে এসেছি।’
সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে আছেন। তার দেখানো পথ ধরে বেশ আগ্রাসী হয়ে উঠেছেন পেসাররা। নতুন বলে এখন নিয়মিতই উইকেটের দেখা পাচ্ছে তারা।
ডোনাল্ডের প্রশংসায় করে হাসান আরও বলেন, ‘তার মতো কাউকে পাওয়া দারুণ ব্যাপার। তিনি সব সময়ই সাহায্য করেন। আমরা সাধারণত নতুন বলে এবং ডেথ ওভারে কীভাবে আরও ভালো বোলিং করা যায়, সেটা নিয়ে কথা বলি। তিনি নিজের অভিজ্ঞাটুকু আমাদের মাঝে ঢেলে দেন।’