promotional_ad

বিশ্বকাপের আগে সাকিব-তামিমের এমন করা উচিত হয়নি: হার্শা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বোলিং পরীক্ষায় পাশ সাকিব

৫ ঘন্টা আগে
ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, সারে

চোটের কারণে বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। দল ঘোষণার দিন এমনটা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অস্বস্তি থাকলেও খেলার জন্য ফিট ছিলেন বলে দাবি করেন তামিম। বাঁহাতি এই ওপেনারের এমন দাবির পর সাক্ষাৎকারে ড্রেসিং রুমের অনেক অজানা কথা বলেছেন সাকি আল হাসান। বিশ্বকাপের আগে সাকিব ও তামিমের এমন করা উচিত হয়নি বলে মনে করেন হার্শা ভোগলে।


এশিয়া কাপ খেলতে না পারলেও চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে ফিরেছিলেন তামিম। বৃষ্টির কারণে প্রথম ম্যাচে ব্যাটিং করতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন ৪৪ রানের ইনিংস। ম্যাচ শেষে তামিম নিজেই জানিয়েছিলেন দারুণ কিছু শট খেললেও খানিকটা অস্বস্তিবোধ করেছেন তিনি।



promotional_ad

যার ফলে বিশ্বকাপ দল ঘোষণার সময় যেন তার এই অস্বস্তির বিষয়টি মাথায় রাখা হয় সেটি আগে থেকেই নির্বাচকদের জানিয়ে রেখেছিলেন তামিম। বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন গণমাধ্যম থেকে জানা যায় আসছে টুর্নামেন্টে নাকি ৫ ম্যাচের বেশি খেলবেন না তিনি। তবে সেসব কথা একেবারে উড়িয়ে দিয়েছেন বাঁহাতি এই ওপেনার।


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

সেই সঙ্গে তামিম জানান তাকে আফগানিস্তানের বিপক্ষে না খেলার কথা বলা হয়েছিল। এমনকি মিডল অর্ডারে ব্যাটিংয়ের প্রস্তাবও দেয়া হয় তাকে। যা মেনে নিতে না পেরে বিশ্বকাপ দল থেকে নিজেকে খানিকটা সরিয়েই নেন তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়কের এমন ঘটনার পর টি-স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে তামিমকে বিস্ফোরক সব মন্তব্য করেছেন।


বেশিরভাগ সময়ই তামিমের দিকে আঙুল তুলেছেন বাংলাদেশের অধিনায়ক। শুধু তাই নয় ড্রেসিং রুমের বেশ কিছু কথাও সাক্ষাৎকারে অকপটে বলেছেন সাকিব। বাংলাদেশের সিনিয়র দুই ক্রিকেটারের এমন কাণ্ড পছন্দ হয়নি হার্শার। জনপ্রিয় এই ধারাভাষ্যকার মনে করেন, তাদের এটা করা উচিত হয়নি।



টুইটারে হার্শা বলেন, ‘বাংলাদেশ এমন একটি দল সবসময় যারা আবেগ তাড়িত। আমি মনে করি না তাদের দুই সেরা খেলোয়াড়ের জনসমক্ষে একটি বড় টুর্নামেন্টের আগে ঝগড়া করাটা আদর্শ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball