promotional_ad

‘বিশ্বাস ছাড়া মানুষের পক্ষে কিছু করা সম্ভব না’, দলকে সাকিবের বার্তা

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া ইস্যুতে দেশের ক্রিকেট টালমাটাল বেশ কয়েকদিন ধরে। এরই মধ্যে তামিম ইকবাল ও সাকিব আল হাসান পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। তামিম বিশ্বকাপের দলে না থাকার ব্যাখ্যা দিয়েছেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে।


আর সাকিব বেসরকারী স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সাম্প্রতিক বিভিন্ন বিতর্কের জবাব দিয়েছেন। সেই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে বৃহস্পতিবার রাতে। এদিনই বিকেলেই বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল।



promotional_ad

পুরো দলকে এক বিন্দুতে বাঁধতে চেষ্টার কোনো কমতি রাখছেন না সাকিব। অনুশীলনের আগে দলের সবার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এক একটি অংশ শোনা গেছে বিসিবির পাঠানো ভিডিওতে।


আরো পড়ুন

বোলিং পরীক্ষায় পাশ সাকিব

১৯ মার্চ ২৫
ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, সারে

সাকিবকে বলতে শোনা গেছে, 'বিশ্বাস ছাড়া মানুষের পক্ষে কিছু করা সম্ভব না, অর্জন করা সম্ভব না। এই ১৫ টি পয়েন্ট ক্যারিয়ারে কাজে আসবে।'


সাকিব আর কোন কোন বিষয় নিয়ে কথা বলেছেন বা সাকিবের বলা বাকি ১৪টি পয়েন্টে কী ছিল সেটা জানা যায়নি। তবে এতোটুকু বোঝা গেছে সব বিতর্ককে পাশ কাটিয়ে দলের পারফরম্যান্স বের করে আনতে সব রকমের চেষ্টাই করে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।



সাকিবের সঙ্গে এদিন ক্রিকেটারদের সঙ্গে লম্বা সময় কথা বলতে দেখা গেছে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসকেও। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকেও নিজেদের মধ্যে কথা বলতে দেখা গেছে বিভিন্ন বিষয় নিয়ে। পাশেই বসেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।


এই প্রস্তুতি শেষে শুক্রবারই বাংলাদেশ সময় বেলা আড়াইটায় বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ২ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর বিশ্বকাপের মূল আসরে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball