promotional_ad

বিশ্বকাপের প্রস্ততি ম্যাচের আগেই বাড়ি ফিরছেন বাভুমা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

বিশ্বকাপের মূল আসরের আগে নিজেদের ঝালাই করতে দুটি করে প্রস্ততি ম্যাচ খেলবে দলগুলো। সেই অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর দুটি প্রস্ততি ম্যাচ খেলার কথা সাউথ আফ্রিকা দলের। সেখানে দলের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে পাচ্ছে না সাউথ আফ্রিকা। তার বদলে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে এইডেন মার্করামকে।


ব্যাট হাতে বেশ ভালো ছন্দেই আছেন ডানহাতি ওপেনার বাভুমা। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১১৪ রানের দুর্দান্ত একটি ইনিংসও খেলেছিলেন এই প্রোটিয়া অধিনায়ক। তবে সেই ম্যাচেই বিপত্তিতে পড়েন বাভুমা। ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এই ব্যাটার। ফলে সিরিজের চতুর্থ ওয়ানডে থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।



promotional_ad

এবার বিশ্বকাপে প্রস্ততি ম্যাচের আগে বাভুমা ফিরছেন বাড়িতে। তবে কোনো চোটের কারণে নয়। বরং নিজের পারিবারিক সমস্যার কারণে বাড়ি যেতে হচ্ছে তাকে। তবে বিশ্বকাপে নিজেদের মূল আসর শুরুর আগেই দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে ৩৩ বছর বয়সী এই ব্যাটারের।


আরো পড়ুন

বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন

১০ ফেব্রুয়ারি ২৫
টেম্বা বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন, ফাইল ফটো

ক্রিকেট সাউথ আফ্রিকা এক বৃবিতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, 'পারিবারিক কারণে প্রোটিয়া ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা বিশ্বকাপের দুটি প্রস্ততি ম্যাচ খেলবেন না। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম।'


মারকাম অবশ্য এর আগেও সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন। অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে বাভুমার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবারো ডানহাতি এই ব্যাটারের উপরেই দায়িত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ডটি। এদিকে ওপেনার বাভুমা যেহেতু থাকছেন না। ফলে তার পরিবর্তে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনিং করবেন রিজা হেনড্রিকস।



২৯ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার প্রথম প্রস্ততি ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। নিজেদের দ্বিতীয় প্রস্ততি ম্যাচটি ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি। তবে মূল আসরে তাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা বিপক্ষে ৭ অক্টোবরে শুরু হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball