মুক্তি পেলেন গুনাথিলাকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন যৌন কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন লঙ্কান ক্রিকেটার দানুষ্কা গুনাথিলাকা। তার বিরুদ্ধে ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীকে পানশালায় ডেকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল।
তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুতর ছিল অনুমতি ছাড়াই সেই নারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন গুনাথিলাকা। প্রাথমিকভাবে এই চারটি অভিযোগই আমলে নিয়ে লঙ্কান এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নামে স্থানীয় পুলিশ।

অবশেষে সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন গুনাথিলাকা। বৃহস্পতিবার তার বিরুদ্ধে আনা সফল অভিযোগ থেকে লঙ্কান এই ক্রিকেটারকে অব্যাহতি দিয়েছে সিডনির আদালত। এর মধ্যে তিনটি অভিযোগ গত মে মাসেই নাকচ হয়ে গিয়েছিল। ফলে একটি অভিযোগের খড়গ ঝুলছিল তার বিরুদ্ধে।
সেই অভিযোগটিই বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন বিচারক সারাহ হাগেট। তিনি গুনাথিলাকাকে নির্দোষ বলে রায় দিয়েছেন। এই বিষয়ে বিবৃতি দিয়ে সিডনির নিউ সাউথ ওয়েলসের ডিস্ট্রিক্ট কোর্ট একটি নথিও প্রকাশ করেছে। এদিকে মুক্তি পেয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই লঙ্কান ব্যাটার জানিয়েছেন মাঠে ফিরতে তর সইছে না তার।
গুনাথিলাকা বলেছেন, ‘গত ১১ মাস আমার জন্য সত্যিই কঠিন ছিল। সবাই আমাকে বিশ্বাস করেছিল, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি খুশি যে আমার জীবন এখন আবার স্বাভাবিক। ফলে ক্রিকেট খেলতে তর সইছে না আমার।’
গুনাথিলাকার বিরুদ্ধে অভিযোগের পরই লঙ্কান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারকে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। জানা গেছে মামলা থেকে নিস্পত্তি পেলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গের কারণে তার বিরুদ্ধে সেই শাস্তি বহাল আছে এখনও।
গুনাথিলাকার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৫ সালে। এরপর ৮টি টেস্ট ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার লঙ্কান ক্রিকেটের আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছিলেন তিনি। তবে নিজেকে সুধরাতে পারেননি।