promotional_ad

অস্ট্রেলিয়া সিরিজের প্রতিদ্বন্দ্বিতা প্রস্তুতি ম্যাচে পাওয়া কঠিন: দ্রাবিড়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

১৮ মার্চ ২৫
ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার

ঘরের মাঠে আরেকটি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত। এই বিশ্ব আসরে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এই সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে রেখেই বিশ্বকাপে মাঠে নামবে ভারতীয়রা।


দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন লোকেশ রাহুল। তিন ম্যাচেই ব্যাটিংয়ের সঙ্গে নিয়মিত উইকেটকিপিং করেছেন। এর পাশাপাশি শ্রেয়াশ আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটার তিন ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। বিশ্বকাপের আগে এটাকেই শেষ প্রস্তুতি হিসেবে দেখছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। কারণ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৫ জনের বিপক্ষে ১৫ জন খেলবে। তাই ম্যাচের মতো প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা তা নিয়ে সন্দিহান ভারতীয় এই কোচ।



promotional_ad

এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, 'জসপ্রিত, অশ্বিন, শ্রেয়াস, কেএল এর মতো প্লেয়ার গেম টাইম পেয়েছে এটাই গুরুত্বপূর্ণ ছিল এবং সেটি একটি শক্তিশালী দলের বিপক্ষে এটা খুবই ভালো দিক। সাধারণত অনুশীলন ম্যাচগুলো ১৫ বনাম ১৫ জনের হবে এই ম্যাচগুলোতে এমন প্রতিদ্বন্দ্বিতা পাওয়া খুবই কঠিন।'


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ভারতীয় দলে ফিরেছেন দীর্ঘদিন ইনজুরিতে ভোগা জসপ্রিত বুমরাহ। সেই সিরিজে পুরোদমে বল না করলেও অজিদের বিপক্ষে পুরোদমে বোলিংয়ে ফিরেছেন তিনি। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন দ্রাবিড়। সেই সঙ্গে অশ্বিন ও রাহুলের পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রধান কোচ।


তার ভাষ্য, 'কয়েকটি ম্যাচ পেয়েছে জসপ্রিত এবং সে তার কোটার ১০ ওভার বল করেছে। সিরাজের হালকা চোট ছিল কিন্তু সে ফিরে এসেছে এবং বল করেছে আজকে (গতকাল)। প্রথম দুই ম্যাচে অশ্বিন যেভাবে খেলেছে এটা দেখে ভালো লেগেছে। কেএল ছয় মাস পর ফিরে ৫০ ওভার কিপিং করেছে এটা দারুণ ব্যাপার। শ্রেয়াস শেষ দুই ম্যাচে ভালো খেলেছে। যা হয়েছে তা নিয়ে আমি খুশি এবং আশা করছি এই মোমেন্টাম নিয়ে আমরা বিশ্বকাপে যেতে পারব।'



অস্ট্রেলিয়া সিরিজ শেষে একদিনের বিরতি পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর নেদারল্যান্ডের বিপক্ষে থিরুভানান্থাপুরাবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এর আগেই সব ক্রিকেটাররা দলের সঙ্গে গোয়াহাটিতে যোগ দেবেন বলে মনে করেন দ্রাবিড়।


তিনি বিশ্বকাপ প্রসঙ্গে বলেছেন, 'এটা একটি লম্বা এবং কঠিন টুর্নামেন্ট হতে চলেছে। আমরা দলগতভাবে উন্নতির চেষ্টা করছি। এমনকি ফলাফল আমাদের পক্ষে যাওয়ার পরেও। আমাদের দলে বেশ কয়েকজনের ভাইরাল ফিভারের সমস্যা রয়েছে। অনেকে ব্যক্তিগত কারণে বাড়িতে যাচ্ছে এবং একটি দল এশিয়ান গেমসের জন্য রওনা দিচ্ছে। তাই রুতু ও তিলকের মতো ক্রিকেটারকে এই দলে যোগ দিতে হয়েছে। আমি আশা করি ২৮ তারিখ রাত বা ২৯ তারিখ ভোরে সবাই গোয়াহাটিতে উপস্থিত হবে এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball