promotional_ad

বিশ্বকাপে অ্যাগারকে নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া সিডল

১৭ ঘন্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া পিটার সিডল, ফাইল ফটো

বিশ্বকাপের আগে চোটের কবলে পড়েছেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা চোট কাটিয়ে দলেও ফিরেছেন। কিন্ত গতমাসে চোটে পড়া অ্যাস্টন অ্যাগার এখন ফিরতে পারেননি। ফলে অজি এই স্পিনারের আর ভারতে যাওয়া হচ্ছে না। এমনটাই জানাচ্ছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টস।


ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অনুশীলন করার সময় পেশির চোটে পড়েছিলেন অ্যাস্টন অ্যাগার। যে কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ মেলেনি তার। চোট থেকে সেরে উঠে ওয়ানডে সিরিজে ফিরবেন সেই আশায় ছিলেন বাঁহাতি এই স্পিনার। কিন্ত ব্যর্থ হয়েছেন ফিরতে। এমনকি ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ফিরতে পারেননি তিনি।



promotional_ad

এদিকে বিশ্বকাপের মূল আসর শুরু হবে ৫ অক্টোবর থেকে। এর আগে দলগুলো খেলবে প্রস্ততি ম্যাচ। অস্ট্রেলিয়া ৩০ সেপ্টেম্বর নিজেদের প্রথম প্রস্ততি ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হবে কামিন্সরা। এরপর ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্ততি ম্যাচে পাকিস্তান বিপক্ষে মাঠে নামবে দলটি। কিন্ত শেষ মূহুর্তেও চোট থেকে সেরে উঠতে পারেননি অজি স্পিনার।


ফলে অ্যাগারকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে আইসিসির বেধে দেওয়া নিয়মে দলগুলোর সুযোগ রয়েছে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার। ফলে আজ বৃহস্পতিবারের মধ্যেই দলটিকে নির্বাচকদের নিজেদের ১৫ জনের স্কোয়াডে পরিবর্তন আনতে হবে।


অজি এই স্পিনারের পরিবর্তে দলে ডাক পেতে পারেন তানভির সাঙ্ঘা। এই লেগ স্পিনার গতকাল ভারতের বিপক্ষে ১০ ওভারে ৬১ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। এছাড়া দলে সুযোগ পেতে পারেন ম্যাথু শর্ট বা মারনাস ল্যাবুশেন যিনি ভারত সিরিজে তিন ম্যাচে করেছেন ১৩৮ রান।



এদিকে কিছুদিন আগেই চোট দল থেকে ছিটকে যাওয়া ট্রাভিস হেড এখনও আছেন দলে। অক্টোবরের শেষ দিকে চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হওয়ার সম্ভাবনা রয়েছ তার। আগামী ৮ অক্টোবরের ভারতের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball