promotional_ad

বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করব না: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

সর্বশেষ আফগানিস্তান সিরিজের মাঝ পথে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আছেন এই ওপেনার। যদিও কদিন পরেই ওয়ানডের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এই ওপেনার।


ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বড় বিপদে পড়ে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। এমন অবস্থায় দলের নেতৃত্ব তুলে দেয়া হয় সাকিব আল হাসানের কাঁধে। যদিও এমন অবস্থায় এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাকিব। তার নেতৃত্বেই এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ।



promotional_ad

বিশ্বকাপেও সাকিবের নেতৃত্বে খেলতে যাচ্ছে টাইগাররা। তবে তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ার ফলে বিতর্ক তৈরি হয়েছে। এমন অবস্থায় বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়কত্ব করবেন না বলে জানিয়েছেন সাকিব। টি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।


আরো পড়ুন

বোলিং পরীক্ষায় পাশ সাকিব

৫ ঘন্টা আগে
ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, সারে

সাকিব বলেন, 'এখন যে অবস্থা আছে এই বিশ্বকাপ পর্যন্তই আমি অধিনায়কত্ব করব। পরেও না একদিন পরেও না। আমি ১৭ তারিখে আমার রেজিগনেশন দিয়েছিলাম। ১৭ তারিখ আমি যদি দিয়ে থাকি তখনকি আমি জানতাম যে এই সিচুয়েশন হচ্ছে। ১৭ তারিখে আমি পাপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। সিইওকে ইমেইল করেছি যে আমি আর অধিনায়কত্ব করতে চাই না।'


অধিনায়কত্ব না করার কারণ ব্যাখ্যা করে সাকিব বলেন, 'যে কারণগুলোর কারণে আমি বিশ্বকাপের আগে নিতে চাইনি। একই কারণে আমি বিশ্বকাপে অধিনায়কত্ব করতে চাই না। আর কোনো কারণে না। না কোনো প্লেয়ার, না দলের কোনো সিচুয়েশন, না দল কেমন করবে ভালো-খারাপ কোনো কিছু না। শুধু আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই। আমার খেলাটা উপভোগ করা দরকার। আমি পারফর্ম করতে চাই। এই অধিনায়কত্ব আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে। এই একটা কারণেই আমি চাইনি অধিনায়কত্ব করতে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball