promotional_ad

এক ম্যাচেই দ্রুততম হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি ও সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

১৮ জানুয়ারি ২৫
ছন্দ ধরে রেখে নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের, ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নেপালের দীপেন্দ্র সিং। মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে এই কীর্তি গড়েছেন তিনি। এই ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন আরেক নেপালি ব্যাটার কুশাল মাল্লা।


বুধবার (২৭ সেপ্টেম্বর) ১৯তম এশিয়ান গেমসে চীনের হংজুতে পিংফ্যাঙ্গ ক্যাম্পাস ক্রিকেট মাঠে ইতিহাস গড়ে নেপাল জাতীয় ক্রিকেট দল। ইনিংসের শেষভাগে আটটি ছক্কায় দশ বলে আটটি ছক্কায় ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন দীপেন্দ্র।



promotional_ad

এই ইনিংসেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন দীপেন্দ্র। একইদিনে আটটি চার ও ১২ টি ছক্কায় ৫০ বলে ১৩৭ রানের তাণ্ডবময় এক ইনিংস খেলেন কুশাল। এই ইনিংস খেলার পথে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি হাঁকান তিনি।


একইসাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল রোহিত শর্মা, ডেভিড মিলার এবং বিক্রমাসেকারার দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই তিন জনই ৩৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।


এ ছাড়া অধিনায়ক রোহিত পাওডাল করেন ২৭ বলে ৬১ রান। মূলত এই তিনজনের ঝড়ো তিনটি ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে নেপাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড এটি। এর আগে আফগানিস্তান করেছিল ২৭৮ রান।



চীনের হাংজুতে জেহজাং বিশ্ববিদ্যালয় মাঠে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিপদে পড়ে মঙ্গোলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই ছিল মঙ্গোলিয়ার প্রথম ম্যাচ। নবাগত দলটির বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৭৩ রানের জিতে নেয় নেপাল। মঙ্গোলিয়া অলআউট হয় ১৩.১ ওভারে মাত্র ৪১ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball