এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন
৬ মার্চ ২৫
অনেকটা আচমকাই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন কেন উইলিয়ামসন। ইনজুরি কাটিয়ে ওঠা নিউজিল্যান্ডের অধিনায়ক খেলার জন্য পুরোপুরি ফিটও নন। তবুও রিহ্যাব পার করে বিশ্বকাপ দলে তিনি। বিষয়টি 'আদর্শ' কিছু নয়, মানছেন উইলিয়ামসন নিজেও।
আইপিএলে পাওয়া ইনজুরি নিয়ে বছরের বেশীরভাগ সময়ই কষ্ট করেছেন উইলিয়ামসন। নিজেকে প্রস্তুত করেছেন রিহ্যাবে। বিশ্বকাপের আগমুহূর্তে তার দল যখন ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে পৃথক সিরিজে খেলছে তখনও মাঠের বাইরে তিনি ।

অথচ ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলার চেষ্টায় আছেন এখনও শতভাগ ফিট না হওয়া উইলিয়ামসন। পুরো বিষয়টি 'আদর্শ' কিছু না হলেও উইলিয়ামসনের বিশ্বকাপ খেলার রোমাঞ্চের কাছে তা হার মানছে।
‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস
৩ ঘন্টা আগে
তিনি বলেন, 'স্বাভাবিকভাবে এটা আদর্শ কিছু নয় (বিশ্বকাপে ফেরা)। তবে এটা নিয়ে আমার খুব বেশি কিছু বলারও নেই। এটাই ছিল আমার সামনে একমাত্র অপশন। আরেকটি বিশ্বকাপ খেলতে পারাটা হবে সত্যিকার অর্থেই রোমাঞ্চকর।'
'এটা এমন কিছুই যেখানে আপনি সবসময় অংশ নিতে চাইবেন। তবে এটার জন্য আমি আমার রিহ্যাব নষ্ট করতে চাইনি। একইসাথে বিশ্বকাপ খেলার চিন্তা মনের কোণে থাকায় রিহ্যাবে আমি সাহায্য পেয়েছি।'
তবে শেষ মুহূর্তে যদি নিজেকে পুরোপুরি ফিট হিসেবে না দেখেন, তাহলে একাদশ থেকেই নিজেকে সরিয়ে নেবেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। আপাতত ২০১৯ বিশ্বকাপে রানারআপ হওয়া অধিনায়কের লক্ষ্য যেকোনোভাবে বিশ্বকাপ খেলা।
তিনি আরও বলেন, 'আমি কেবল তখনই সেখানে (একাদশে) থাকব যদি আমি কিছু করে দেখাতে পারি এবং আমি খেলার মতো ফিট থাকি। ইনজুরি নিয়ে এভাবে কাজ করাটাও পেশাদারিত্বের অংশ। পরের লক্ষ্য যেটাই হোক নিজেকে প্রস্তুত করছি।'