অস্ট্রেলিয়া এই সিরিজ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে: শ্রেয়াস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যেকোনো মূল্যে শ্রেয়াসকে পাঞ্জাবে চেয়েছিলেন পন্টিং
১৯ মার্চ ২৫
বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো চালাচ্ছে পরীক্ষা-নিরীক্ষা যার ব্যতিক্রম নয় অস্ট্রেলিয়াও। প্রথম ম্যাচে ওপেনিং করেছিলেন মিচেল মার্শ। অধিনায়ক প্যাট কামিন্সও ছিলেন না সিরিজের দ্বিতীয় ম্যাচে। যেখানে ৯৯ রানে ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে অজিদের। ফলে ভারতের চলমান সিরিজটা যে তাদের কাছে পরীক্ষা-নিরীক্ষার সেটা বেশ স্পষ্ট। ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারও ঠিক এমনটাই মনে করেন।
চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিক ভারতের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। প্রথম ম্যাচে ২৭৬ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। জবাবে ৮ বল এবং পাঁচ উইকেট হাতে নিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় ম্যাচেও একই হাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিন আগে ব্যাট করতে নেমে ভারত ৩৯৯ রানের পাহাড়সম সংগ্রহ দাড় করায়। জবাবে ৯৯ রানের পরাজয়ে সিরিজ হাতছাড়া হয় অজিদের।

অবশ্য সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে কামিন্সের দল। ইনজুরি থেকে ফেরা কামিন্স নিজেই খেলেছেন একটি ম্যাচ। যেখানে প্রথম ওয়ানডের একাদশ থেকে তিনজন ছিলেন না দ্বিতীয় ম্যাচে। পাশাপাশি ব্যাটিং অর্ডারে এনেছেন বেশ পরিবর্তন। আগের ম্যাচে ৮ নম্বরে ব্যাট করা ম্যাথু শট নেমেছেন পরের ম্যাচে ওপেনিংয়ে।
এই ব্যাপারে আইয়ার বলেন, 'আমরা জানি অস্ট্রেলিয়া কেমন দল। তারা যেভাবে পরীক্ষা চালাচ্ছে, আমি নিশ্চিত তারা এটি (সিরিজ) অনুশীলন ম্যাচ হিসাবে খেলছে। তারা এখান থেকেই দলের বিশ্বকাপের সেরা দল গঠন করতে চায়। তাই তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এমনকি তারা অনেক খেলোয়াড়দের (ম্যাচ) খেলার সুযোগ দিচ্ছে। যাতে তারা ভালোভাবে জানতে পারে ভারতের কন্ডিশন সম্পর্কে।'
এদিকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ বিশ্বকাপের আয়োজক ভারতের বিপক্ষেই। ফলে বিশ্বকাপে নিজেদের নিজেদের সুবিধাজনক স্থানে রাখতে জয় দিয়ে শুরু করার কোনো বিকল্প নেই। ফলে এই সিরিজের মাধ্যমে ভারতের ব্যাটারদেরও পরখ করে নিচ্ছে অজিরা। ২৮ বছর বয়সী ডানহাতি ব্যাটার আইয়ার এমনটাই মনে করেন।
আইয়ার আরও বলেন, 'তারা বেশ চ্যালেঞ্জিং ক্রিকেট খেলে। তাই আমি নিশ্চিত যে তারা ভারতের বিপক্ষে আসন্ন (বিশ্বকাপের) ম্যাচগুলো নিয়ে চিন্তা করছে এবং অবশ্যই আমি যখন ব্যাট করতে আসবো সেটা নিয়েও তাদের কাছে পরিকল্পনা থাকবে। ফলে আমি তাদের কখনই সহজ ভাবে নিবো না। তা যে কোনো সময় আপনার উপর চড়াও হতে পারে। তাদের সঙ্গে খেলা সব সময়ই একটি দুর্দান্ত ব্যাপার। কারণ তারা বেশ অনুপ্রাণিত একটি দল এবং পরিস্থিতি বুঝে খেলে।'