promotional_ad

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিংয়ে ধর্মসেনা-মেনন, আছেন সৈকতও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। উদ্বোধনী এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করতে দেখা যাবে কুমার ধর্মসেনা ও নিতিন মেননকে। ২০১৯ বিশ্বকাপের ফাইনালেও এই দুই দলই মুখোমুখি হয়েছিল।


সুপার ওভারেও ম্যাচ টাই হলে বাউন্ডারির হিসেবে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচেও অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ধর্মসেনা। তাদের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে থাকবে পল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরাফউদ্দৌলা ইবনে সৈকত।



promotional_ad

ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগাল শ্রীনাথ। ২০১৫ বিশ্বকাপ ফাইনালেই ইতিহাস গড়েছিলেন ধর্মসেনা। প্রথম ক্রিকেটার ও আম্পায়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে থাকার কীর্তি গড়েছিলেন তিনি। এদিকে সৈকত প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।


আইসিসি আগেই বিশ্বকাপের জন্য ২০ জন্য ম্যাচ অফিশিয়ালসের নাম ঘোষণা করেছে। এর মধ্যে ১৬ জন আম্পায়ার ও ৪ জন্য রয়েছেন ম্যাচ রেফারি। বিশ্বকাপে দায়িত্ব পালন করা আম্পায়ারদের মধ্যে ১২ জনই আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার।


১৬ আম্পায়ারের মধ্যে ৬ জন এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। বাকিরা এর আগেও এই বিশ্ব আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে থার্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন রড টাকার। এবারের বিশ্বকাপেও আছেন তিনি।



এ ছাড়া বিশ্বের নামিদামি আম্পায়ারদের মধ্যে ক্রিস গ্যাফানি, মাইকেল গুচ, পল রাইফেল, রিচার্ড ইলিংওর্থ ও জোয়েল উইলসনকে এবারের বিশ্বকাপেও দেখা যাবে দায়িত্ব পালন করতে। ম্যাচ অফিশিয়াল হিসেবে থাকা চারজন হলে জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball