promotional_ad

অধিনায়ক হিসেবে শান্তর পছন্দ ধোনি-সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী

৫ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই বিশ্রামে ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ফিরেছেন তিনি। ফিরেই বাংলাদেশ দলের নেতৃত্বভার পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। এই মুহূর্তটিকে গর্বের মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন শান্ত।


বাংলাদেশ দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়ার আগে শান্ত জানিয়েছেন অধিনায়ক হিসেবে তার পছন্দের তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি ও সাকিব আল হাসান। বিশেষ করে সাকিবের অধীনে বিপিএল ও জাতীয় দলে খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে মুখিয়ে আছেন এই টপ অর্ডার ব্যাটার।



promotional_ad

এ প্রসঙ্গে শান্ত বলেন, 'আমার সব সময়ের পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। যদি অধিনায়ক হিসেবে বলেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি আমরা। উনাকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন বা উনার প্ল্যানিং বা প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুব উপভোগ করি। বিপিএলে তার সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। তখন অনেক কিছু শিখেছি। চেষ্টা করবো যতটুকু আমার অভিজ্ঞতা আছে যে জিনিসগুলো বড় ভাইয়ের কাছ থেকে শিখেছি সে??? জিনিসগুলো ছোটো ছোটোভাবে কাজে লাগানোর।'


আরো পড়ুন

‘নতুন’ পাকিস্তানকে ১০-১৫ ম্যাচ সুযোগ দিতে বলছেন হারিস

১৫ ঘন্টা আগে
অনুশীলনে পাকিস্তান দল, ফাইল ফটো

শান্তর এমন অর্জনে পরিবারও গর্বিত বলে জানিয়েছেন এই টাইগার ব্যাটার। মাঠে নেমে উপভোগ করাই এখন মূল লক্ষ্য তার। শান্ত বলেন, 'একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও অনেক গর্বের। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই উদগ্রীব এবং কালকে উপভোগ করবো ইনশাল্লাহ।'


জাতীয় দলে আসার পর লম্বা সময় ব্যাট হাতে ধারাবাহিকতা পাচ্ছিলেন না শান্ত। যদিও গত এক বছরে পারফরম্যান্সে বাংলাদেশ দলের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছেন তিনি। শান্ত জানিয়েছে অনেক সময় ভালো সময় গিয়েছে, অনেক সময় খারাপ সময় গিয়েছে। পুরোটাই তিনি উপভোগ করে গেছেন। 



নিজের অভিজ্ঞতা নিয়ে শান্ত বলেন, 'শুরু থেকে এখনও জার্নিটা ভালো যাচ্ছে। অনেকদূর যাওয়া বাকি। প্রত্যেকটা সময় উপভোগ করেছি। ভালো সময় বলেন, খারাপ সময় বলেন প্রত্যেকটা সময়ই উপভোগ করার চেষ্টা করেছি। ভবিষ্যতে যদি সেই সুযোগ আসে। দেশের হয়ে নেতৃত্ব দেয়ার অবশ্যই সেটা করার চেষ্টা করবো। এটা আসলে প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন। এই সুযোগটা আমার এক ম্যাচের জন্য আসছে। ভবিষ্যতে যদি আবারও সুযোগ আসে ওইটা ভালোভাবে করারই চেষ্টা করবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball